ঢাকা, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
Sharenews24

অলরাউন্ডার সাকিব আল হাসানের বোলিং নিষিদ্ধ

২০২৪ ডিসেম্বর ১৩ ২২:৪০:৪০
অলরাউন্ডার সাকিব আল হাসানের বোলিং নিষিদ্ধ

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ করেছে।

ইসিবি এক বিবৃতির মাধ্যমে এই নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছে, যা বৃটিশ সংবাদ মাধ্যম বিবিসিতে প্রকাশিত হয়েছে।

বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চলতি বছরে ইংলিশ কাউন্টি ক্লাব সারীর হয়ে একটি ম্যাচে সাকিব আল হাসান দুই ইনিংসে মিলিয়ে ৯ উইকেট শিকার করেন।

কিন্তু ম্যাচের পর তার বোলিং নিয়ে মাঠের আম্পায়ারদের সন্দেহ তৈরি হয়। এর ফলে ইসিবি জানায়, সাকিবকে পরবর্তী ইসিবি স্বীকৃত কোনো টুর্নামেন্টে অংশ নিতে হলে তার পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে।

ইএসপিএন ক্রিকইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ ওঠার পর চলতি মাসের শুরুতে ইংল্যান্ডের লাফবরো বিশ্ববিদ্যালয়ে একজন স্বাধীন পরীক্ষায় অংশ নেন সাকিব আল হাসান। ওই পরীক্ষায় তার বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হয়েছে।

পরীক্ষায় দেখা গেছে, সাকিবের বোলিংয়ের সময় হাত ১৫ ডিগ্রির চেয়ে বেশি ঘুরেছে, যা ইসিবির বোলিং অ্যাকশন সংক্রান্ত বিধির লংঘন।

সাকিবের বোলিং নিষিদ্ধ করার বিষয়টি নিশ্চিত করে ইসিবির বিবৃতিতে বলা হয়েছে, বোলিং অ্যাকশনের পুনর্মূল্যায়নের আগে ইসিবির কোনো প্রতিযোগিতায় বোলিং করতে সাকিব অযোগ্য হিসেবে বিবেচিত হবেন।

আরিফ/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে