ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

এডিপি বাস্তবায়ন ৩০ শতাংশ কমেছে

২০২৪ নভেম্বর ২৫ ০৯:৫৫:০৩
এডিপি বাস্তবায়ন ৩০ শতাংশ কমেছে

নিজস্ব প্রতিবেদক : চলতি অর্থবছরের প্রথম চার মাস (জুলাই- অক্টোবর) সময়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন হার প্রায় ১০ হাজার কোটি টাকা কমেছে। এই চার মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে ২১ হাজার ৯৭৮ কোটি টাকা বা ৭.৯০ শতাংশ।

২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে এডিবি ৩১ হাজার ৬৯২ কোটি টাকা বাস্তবায়ন হয়েছিল। সেই হিসেবে ৯ হাজার ৭১৪ কোটি টাকা বা ৩০.৬৫ শতাংশ কমেছে।

বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত চার মাসে এডিপি বাস্তবায়নে অভ্যন্তরীণ উৎস থেকে ১১ হাজার ৭৯৮ কোটি টাকা, বিদেশি ঋণের ৮ হাজার ২১০ কোটি টাকা এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে ১ হাজার ৯৭০ কোটি টাকা খরচ হয়েছে। চলতি অর্থবছরের এডিপির আকার ২ লাখ ৭৮ হাজার ২৮৮.৯০ কোটি টাকা। আর মোট প্রকল্পের সংখ্যা হচ্ছে ১ হাজার ৩৫২টি।

গত অর্থবছরের প্রথম চার মাসে সরকারি তহবিল থেকে মন্ত্রণালয় ও বিভাগগুলো ১৮ হাজার ৮১৩ কোটি টাকা ব্যয় করেছিল। চলতি অর্থবছরে এই ব্যয় কমেছে প্রায় ৭ হাজার কোটি টাকা। গত অর্থবছরের প্রথম চার মাসে বৈদেশিক সহায়তা খাত থেকে ব্যয় কমেছে ৩ হাজার ৬৫৪ কোটি টাকা। যদিও সংস্থাগুলোর নিজস্ব অর্থায়ন থেকে খরচ বেড়েছে ৯৫৫ কোটি টাকা।

বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ সূত্রে জানা গেছে, নতুন সরকার সব প্রকল্প পর্যালোচনা করছে। যাচাই-বাছাইয়ের পর অনেক অগুরুত্বপূর্ণ প্রকল্পের বিষয়ে সিদ্ধান্ত নিবে সরকার। এ কারণে এই মুহূর্তে অনেক প্রকল্পে অর্থছাড়ও কম হচ্ছে। এর প্রভাবে এডিপি বাস্তবায়নেও ধীর গতি দেখা দিয়েছে। তবে আশা করা হচ্ছে, খুব শিগগিরই উন্নয়ন প্রকল্পে অর্থ প্রবাহ বাড়বে।

এস/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে