ঢাকা, সোমবার, ১৬ জুন ২০২৫
Sharenews24

দেশ ছাড়ছেন বিসিবি সভাপতি বুলবুল!

২০২৫ জুন ০৩ ১৩:২৪:৫৫
দেশ ছাড়ছেন বিসিবি সভাপতি বুলবুল!

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদ্য নির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ঈদুল আজহা উদযাপন করতে যাচ্ছেন অস্ট্রেলিয়া। মঙ্গলবার (৩ জুন) রাতে ঢাকা ছাড়বেন তিনি।

বুলবুলের পরিবার দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করছে। তার দুই ছেলে সেখানে পড়াশোনা করছেন এবং স্ত্রীও সেখানে কর্মরত। বিসিবির দায়িত্ব পালনের আগে আইসিসির গেম ডেভেলপমেন্ট বিভাগের অফিসার হিসেবে আমিনুল দীর্ঘদিন অস্ট্রেলিয়া থেকেই কাজ করতেন। বিসিবির সভাপতির দায়িত্ব নেওয়ার পর তিনি বাংলাদেশে এলেও তার পরিবার অস্ট্রেলিয়াতেই রয়েছে।

সংবাদমাধ্যমকে বুলবুল জানান,"মঙ্গলবার রাতে অস্ট্রেলিয়া যাবো ইনশাআল্লাহ। আশা করছি, ঈদের সপ্তাহখানেক পরই দেশে ফিরবো। তবে ১৪ জুন থেকে আইসিসির একটি মিটিং আছে। সেখানে অংশগ্রহণ করতে হলে দেশে ফিরতে কিছুটা দেরি হতে পারে। সে ক্ষেত্রে ১৮ জুনের দিকে ফেরার সম্ভাবনা রয়েছে।"

বাংলাদেশে ঈদুল আজহা পালিত হবে ৭ জুন, আর অস্ট্রেলিয়ায় ৬ জুন। তাই পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে আগেভাগেই দেশ ছাড়ছেন তিনি।

গত ৩০ মে বিসিবির সভাপতির দায়িত্ব পান আমিনুল ইসলাম বুলবুল। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি ক্রিকেট উন্নয়নে সক্রিয় হয়েছেন। তিনি জানিয়েছেন, দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে ক্রিকেট ছড়িয়ে দিতে তিনি অঞ্চলভিত্তিক পরিদপ্তর গঠনের পক্ষে।

তার পরিকল্পনায় বিভাগীয় শহরকেন্দ্রিক ক্রিকেটের পরিবর্তে আঞ্চলিক ভিত্তিতে প্রতিভা অনুসন্ধান ও বিকাশের ব্যবস্থা রাখা হবে, যাতে গ্রাম বা মফস্বলের প্রতিভাবান তরুণরা জাতীয় দলে ওঠার সুযোগ পান।

তবে তার সময় সীমিত। কারণ, আগামী অক্টোবরেই অনুষ্ঠিত হবে বিসিবির পরবর্তী নির্বাচন। ফলে তার হাতে কাজ করার সময় রয়েছে মাত্র চার মাসের কিছু বেশি।

মুসআব/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে