ঢাকা, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

শাহ আমানত বিমানবন্দরে কঠোর সতর্কতা জারি

২০২৫ জুন ০৯ ১০:১২:৩৯
শাহ আমানত বিমানবন্দরে কঠোর সতর্কতা জারি

নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ও কর্মীদের জন্য মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে। সম্প্রতি ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

রোববার (৮ জুন) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার আলোকে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংক্রমণ ঝুঁকি কমাতে বিমানবন্দরের আন্তর্জাতিক আগমনি টার্মিনালের ইমিগ্রেশন এলাকায় হেলথ স্ক্রিনিং ইকুইপমেন্ট বসানো হয়েছে। মেডিকেল টিমের তত্ত্বাবধানে ‘নন টাচ’ থার্মাল স্ক্যানার দিয়ে যাত্রীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে।

বিমানবন্দরের টার্মিনালের স্পর্শকাতর পয়েন্টগুলোতে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্যকর্মীদের জন্য পর্যাপ্ত মাস্ক ও গ্লাভস মজুত রাখা হয়েছে।

ভাইরাস সংক্রমণ প্রতিরোধে যাত্রীদের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য নিয়মিতভাবে স্বাস্থ্যবিধি বিষয়ক নির্দেশনা প্রচার করা হচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে