ঢাকা, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
Sharenews24

‘শাকিব খানকে পাওয়া আমার জন্য ভেরি স্পেশাল’

২০২৫ জুন ০৮ ২১:৩৭:৩১
‘শাকিব খানকে পাওয়া আমার জন্য ভেরি স্পেশাল’

বিনোদন প্রতিবেদক: মডেলিং ও ছোট পর্দায় জনপ্রিয়তার পর এবার বড় পর্দায় সফল অভিষেক হলো অভিনেত্রী সাবিলা নূরের। ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত সিনেমা 'তাণ্ডব'-এর মাধ্যমে তিনি ঢাকাই সিনেমায় পা রাখলেন। মুক্তির দিনই দর্শকদের সঙ্গে প্রেক্ষাগৃহে বসে সিনেমাটি দেখেন সাবিলা, সঙ্গে ছিলেন 'তাণ্ডব' টিম।

সাবিলা নূর দীর্ঘদিন ধরে শোবিজ অঙ্গনে কাজ করছেন। মডেলিং দিয়ে তার যাত্রা শুরু হলেও, টেলিভিশন নাটকে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। 'ইউটার্ন' ছিল তার অভিনীত প্রথম নাটক, এরপর অসংখ্য নাটকে কাজ করে দর্শকপ্রিয়তা পান। ছোট পর্দার পাশাপাশি তিনি ওটিটি প্ল্যাটফর্মেও বেশ কিছু আলোচিত কনটেন্ট উপহার দিয়েছেন।

সিনেমাটি দেখার পর গণমাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করে সাবিলা নূর বলেন, "চাঁদ রাত থেকে নার্ভাস ছিলাম। মনে হয়েছিল আজ (ঈদের দিন) পরীক্ষার দিন। যে কারণে সিনেমাটি দেখার আগ মুহূর্ত পর্যন্ত অনেক নার্ভাসে কেটেছে। তবে দর্শকদের ভালোবাসায় সব নার্ভাসনেস কেটে গেছে। এমন একটি সুযোগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার কাছে আমি কৃতজ্ঞ।"

প্রথম সিনেমাতেই শাকিব খানের মতো ব্যস্ততম নায়ককে সহশিল্পী হিসেবে পেয়ে সাবিলা নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, "প্রথম সিনেমাতে শাকিব খানকে পেয়েছি, এটা আমার জন্য ভেরি স্পেশাল। মেগাস্টারের সঙ্গে কেমিস্ট্রি দর্শক বেশ পছন্দ করছে, এটা খুব ভালো লাগছে। সবকিছু মিলিয়ে দুর্দান্ত অভিজ্ঞতা।"

সাবিলা আরও বলেন, "আমি খুবই ভাগ্যবতী। আমার সুন্দর একটি ডেব্যু হয়েছে। গুণী মানুষদের সঙ্গে পর্দা ভাগ করার সুযোগ পেয়েছি। এতদিন এমন একটি অভিষেকের অপেক্ষায় ছিলাম।"

প্রসঙ্গত, রায়হান রাফি পরিচালিত শাকিব খান ও সাবিলা নূর জুটির প্রথম সিনেমা 'তাণ্ডব' ঈদুল আজহা উপলক্ষে দেশজুড়ে ১৩২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এতে আরও অভিনয় করেছেন জয়া আহসান, আফজাল হোসেন, রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফ এস নাঈম, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত প্রমুখ।

মিরাজ/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে