ঢাকা, বুধবার, ১৩ আগস্ট ২০২৫
Sharenews24

মহুয়া-কে বিয়ে করেছেন পিনাকী

২০২৫ জুন ০৯ ০৭:০৩:৪২
মহুয়া-কে বিয়ে করেছেন পিনাকী

বিনোদন প্রতিবেদক: তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র প্রাক্তন বিজেডি নেতা পিনাকী মিশ্রকে বিয়ে করে জীবনের এক নতুন অধ্যায় শুরু করেছেন। জার্মানির বার্লিনে এক অত্যন্ত ব্যক্তিগত ও নিরিবিলি অনুষ্ঠানে ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়দের উপস্থিতিতে তাঁদের এই শুভ বিবাহ সম্পন্ন হয়। এই বিয়ে ভারতীয় রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে এবং অনেকেই জানতে চাইছেন—কে এই পিনাকী মিশ্র, যিনি মহুয়ার সঙ্গী হলেন জীবনের পথে?

পিনাকী মিশ্র ওড়িশার একজন বর্ষীয়ান রাজনীতিক এবং পেশায় একজন বিশিষ্ট আইনজীবী। তিনি দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজ থেকে ইতিহাসে স্নাতক এবং দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক হওয়ার পর সুপ্রিম কোর্টে একজন অভিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সংবিধান, বাণিজ্যিক আইন ও আবগারি সংক্রান্ত মামলায় তাঁর বিশেষ পারদর্শিতা রয়েছে।

পিনাকীর রাজনৈতিক জীবনের শুরু ১৯৯৬ সালে, যখন তিনি কংগ্রেসের প্রার্থী হিসেবে ওড়িশার পুরী লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হন। পরবর্তীতে তিনি বিজেডিতে যোগ দিয়ে ২০০৯, ২০১৪ ও ২০১৯ সালে একই কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তিনি আর প্রতিদ্বন্দ্বিতা করেননি। তাঁর রাজনৈতিক ব্যক্তিত্ব যতটা শান্ত, ততটাই প্রজ্ঞাময়। সংসদে আইন ও বিচার বিষয়ক আলোচনায় তাঁর যুক্তিগ্রাহ্য বক্তব্য তাকে বিশেষ স্বীকৃতি এনে দিয়েছে। ওড়িশা ও দিল্লির রাজনৈতিক মহলে তিনি একজন পরিণত ও মার্জিত নেতা হিসেবে পরিচিত।

জার্মানিতে তাঁদের বিয়ের অনুষ্ঠানটি ছিল অত্যন্ত ব্যক্তিগত ও নিরিবিলি। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, মহুয়া মৈত্রের পরনে ছিল দামী বেনারসি শাড়ি, আর পিনাকী মিশ্র সাদা কুর্তা-পাজামার সাথে পরেছিলেন গোলাপি রঙের বুন্দি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে তাঁদের হাসিমুখে কেক কাটতে ও নাচতে দেখা যায়, যা ভার্চুয়াল জগতে ভাইরাল হয়েছে।

এই বিয়ে যেন অভিজ্ঞতা ও প্রজ্ঞার এক মিলন। একদিকে মহুয়ার জোরালো রাজনৈতিক অবস্থান ও স্পষ্ট কণ্ঠস্বর, অন্যদিকে পিনাকীর পরিশীলিত আইনজীবীসুলভ দূরদৃষ্টি। রাজনৈতিক মহলে অনেকেই বলছেন, এই দম্পতি ভবিষ্যতে ভারতে এক প্রভাবশালী ও চিন্তাশীল জুটি হিসেবে অন্যতম হয়ে উঠতে পারেন।

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে