ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

কঙ্গোতে ফেরি ডুবে প্রাণ গেল ৭৮ জনের

২০২৪ অক্টোবর ০৪ ১৭:৫৮:৪৩
কঙ্গোতে ফেরি ডুবে প্রাণ গেল ৭৮ জনের

আন্তর্জাতিক ডেস্ক : কঙ্গো প্রজাতন্ত্রের কিভু হ্রদের তীরে ২৭৮ জন যাত্রী নিয়ে একটি ফেরি ডুবে ৭৮ জনের মৃত্যু হয়েছে। এতে আরো অনেকে নিখোঁজ হয়েছে।

বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে।

এমভি মের্ডি নামের ফেরিটি মিনোভা শহর থেকে হ্রদ পার হওয়ার পর গোমা শহরের ঠিক বাইরে কিতুকু বন্দরে নোঙ্গর করতে যাচ্ছিল। ওই সময় দুর্ঘটনাটি ঘটে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ফেরিটি ৮০ জন যাত্রী বহনে সক্ষম ছিল। কিন্তু এতে ২৭৮ জন যাত্রী নেওয়া হয়েছিল।

দক্ষিণ কিভু প্রদেশের গভর্নর জানিয়েছেন, মৃতের সংখ্যা এখন পর্যন্ত ৭৮ জন বলে নিশ্চিত হওয়া গেছে।

গভর্নর জিন-জ্যাক পুরিসি রয়টার্সকে বলেছেন, ‘সঠিক সংখ্যা পেতে অন্তত তিন দিন সময় লাগবে, কারণ এখনো সব লাশ পাওয়া যায়নি।’

এস/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে