ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫
Sharenews24

দেশে ফিরছেন কুমিল্লার মেয়র সূচনা

২০২৪ সেপ্টেম্বর ২৭ ১১:৩৪:১৪
দেশে ফিরছেন কুমিল্লার মেয়র সূচনা

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লার সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা ২৯ আগস্ট রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার চরানল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান। এরপর ২৫ সেপ্টেম্বর থেকেই সোশ্যাল মিডিয়ায় ফুঁসে উঠেছেন তিনি।

গত ৫ আগস্ট সরকার পতনের পর সোশ্যাল মিডিয়াসহ কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না সাবেক এই মেয়রকে। তবে ভারতে পালানোর পর আবারো সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন তিনি।

নিজের ফেসবুক পোস্টের কমেন্টে পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছেন তিনি। যেখানে অনেক অশ্লীল ভাষায়ও কমেন্টের রিপ্লাই দিতে দেখা গেছে তাকে।

২৫ সেপ্টেম্বর ডাকাতের কাছে নিহত বীর তানজিম সারোয়ারকে নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেন সূচনা। আর এরপরপরই সেই পোস্টে সূচনাকে উদ্দেশ্য করে নেটিজেনরা বিভিন্নরকম নেগেটিভ কমেন্ট করেন। সাবেক এই মেয়র প্রত্যেকটি নেগেটিভ কমেন্টের কটাক্ষ করে উত্তরও দিয়েছেন।

সূচনার পোস্টে এক নেটিজেন কমেন্ট করেছেন ইন্ডিয়া থেকে পোস্ট করছেন, কুমিল্লায় কবে আসবেন? সেই কমেন্টের উত্তরে সূচনা লেখেন ‘আছি তো কুমিল্লা নতুন বাসা গুছাচ্ছি তোমাদের যেন লুট চুরি আর আগুন দিতে সুবিধা হয়।

আরেক ব্যবহারকারী কমেন্ট করেছেন ‘কুমিল্লায় আসেন আপা’ রিপ্লাইয়েও সূচনা লেখেন ‘আসতাছি আরো বেশি বেশি শাড়ি, জামা, জুতা, মাছ, গাছ, সবজি, যাকাতের শাড়ি, জায়নামায, কোরআন নিয়ে, দ্বিতীয় লুটের প্রস্তুতি নাও।

সূচনার এসব রিপ্লাইয়ের প্রশংসাও করছেন অনেকে। এক নেটিজেন লিখেছেন, আজকের কমেন্ট রিপ্লাইগুলো সেরা হইসে। সেই কমেন্টের রিপ্লাইয়ে সূচনা লেখেন, আয় হায় এটা কেন লিখলেন? লিজেন্ডরা আপনাকেও দালাল ডাকবে।

সূচনার এমন রিপ্লাইয়ে বেশিরভাগ নেটিজেনকে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। আর এসব কমেন্টের জন্য সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে রয়েছেন সাবেক এই মেয়র।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে