ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫
Sharenews24

ইলিশ চেয়ে ভারতের আবেদন

২০২৪ সেপ্টেম্বর ১১ ১০:৩০:৪৩
ইলিশ চেয়ে ভারতের আবেদন

নিজস্ব প্রতিবেদক : শেষ হাসিনা সরকারের পতনের পর দেশের ক্ষমাতায় আসে অন্তর্বর্তীকালীণ সরকার। ক্ষমতা গ্রহণ করেই সরকার ভারতে ইলিশ না পাঠানোর ইঙ্গিত দিয়েছেন। ইলিশ না দেওয়ার ঘোষণার পর এবার ভারতের পক্ষ থেকে ইলিশ চেয়ে আবেদন জানানো হয়েছে। হিন্দুস্তান টাইম এ সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করেছে।

পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ফিস ইমপোর্টার অ্যাসোসিয়েশন ইলিশ রফতানির জন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদন করেছে। গত ৫ বছর ধরে ইলিশ আমদানি হয়েছে বাংলাদেশ থেকে। এবারও সেই রীতি মেনে ভারতে ইলিশ পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে আবেদন করেছে ফিস ইমপোর্টার অ্যাসোসিয়েশন।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, এদিকে বাংলার পাশাপাশি ত্রিপুরা ও আসামে যায় বাংলাদেশের ইলিশ। বছরভর এপার বাংলার মানুষ বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকেন। আর বাংলাদেশের ইলিশ হলে পূজা একেবারে জমে যায়। গত বছরও ১৩০০ মেট্রিক টন ইলিশ এসেছিল বাংলাদেশ থেকে। তবে এবার কতটা ইলিশ আসবে, আদৌ আসবে কিনা তা নিয়ে এখনো কোনো নিশ্চয়তা মেলেনি।

এদিকে এবার বাংলাদেশ থেকে ভারতে কোনো ইলিশ যাবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। গত ৩ সেপ্টেম্বর মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সাংবাদিকদের সংগঠন ফিশারিজ অ্যান্ড লাইভস্টক জার্নালিস্ট ফোরামের (এফএলজেএফ) সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে ফরিদা আখতার বলেন, দুর্গাপূজা উপলক্ষ্যে এবার বাংলাদেশ থেকে ভারতে কোনো ইলিশ মাছ যাবে না। দেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপর ইলিশ বিদেশে রফতানি করা হবে। দেশের মানুষ ইলিশ পাবে না, আর রফতানি হবে, সেটা হতে পারে না।

এস/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে