ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
Sharenews24

দুদকে সম্পদের হিসাব দিলেন বেনজীর ও মতিউর

২০২৪ সেপ্টেম্বর ০২ ২১:৪৪:৫৬
দুদকে সম্পদের হিসাব দিলেন বেনজীর ও মতিউর

নিজস্ব প্রতিবেদক: হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিক পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান অবশেষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে তাদের সম্পদের হিসাব জমা দিয়েছেন

গত বৃহস্পতিবার বেনজির ও মতিউর প্রতিনিধির মাধ্যমে নিজের ও পরিবারের সদস্যদের সম্পদের হিসাব জমা দিয়েছেন।

দুদকের একজন উর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেছেন, দাখিলকৃত সম্পদের হিসাবের সাথে বাস্তবে দুদকের অনুসন্ধানে উঠে আসা সম্পদের পরিমাণ যাচাই-বাছাই করেই পরবর্তী মামলার পদক্ষেপ নেওয়া হবে।

দুদক জানিয়েছে, এখন পর্যন্ত বেনজীর ও তার পরিবারের নামে ৬৯৭ বিঘা জমি, ১৯টি কোম্পানির শেয়ার, ঢাকায় ১২টি ফ্ল্যাট, ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র, ৩৩টি ব্যাংক হিসাব ও ৩টি বিও হিসাব খুঁজে পেয়েছে। আদালতের আদেশে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা হয়েছে।

অন্যদিকে, মতিউর ও তার স্বজনদের নামে অন্তত ৬৫ বিঘা জমি, ৮টি ফ্ল্যাট, ২টি রিসোর্ট ও পিকনিক স্পট এবং ৩টি শিল্পপ্রতিষ্ঠানের তথ্য পেয়েছে দুদক। মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাব, মুঠোফোনে আর্থিক সেবার হিসাব ও শেয়ারবাজারের বিও হিসাব জব্দ করা হয়েছে।

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে