ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
Sharenews24

ফের রিমান্ডে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী

২০২৪ সেপ্টেম্বর ০১ ১৮:১৬:০৯
ফের রিমান্ডে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী

নিজস্ব প্রতিবেদক : সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলায় ৬ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

রোববার (০১ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। দুই মামলায় ৭ দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ।

এর আগে, কঠোর নিরাপত্তায় গোলাম দস্তগীর গাজীকে আদালতে নেয়া হয়। গেল ২১ আগস্ট শফিকুল হত্যা ও ২২ আগস্ট বাবুল মিয়া হত্যার ঘটনায় আড়াইহাজার থানায় মামলা হয়।

এসব মামলায় শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের নাম উল্লেখ করা হয়। দুই মামলাতেই আসামি করা হয় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে।

গত ২৪ আগস্ট দিবাগত রাতে রাজধানীর শান্তিনগরের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় গোলাম দস্তগীর গাজীকে। পরে গত ২৫ আগস্ট রূপগঞ্জের স্কুলছাত্র রোমান হত্যা মামলায় তার ছয়দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

রিমান্ড শেষে ৩০ আগস্ট তাকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এবার দুই হত্যা মামলায় তার আরও ৬ দিনের রিমান্ড দিলেন আদালত।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে