ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫
Sharenews24

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

২০২৪ আগস্ট ১৯ ১০:০৭:৩২
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণাঞ্জল ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে একই এলাকায় লঘুচাপ আকারে অবস্থান করছে। এর ফলে দেশের সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) আবহাওয়াবিদ মোঃ ওমর ফারুক স্বাক্ষরিতক এ বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হযেছে, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা/ঝড়োহাওয়া বয়ে যেতে পারে।

একই সাথে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

লঘুচাপের প্রভাবে দেশের সব বিভাগেই হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সাথে দেশের কোথায় কোথাও মাঝারি ধরণের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এস/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে