ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫
Sharenews24

নতুন বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাই: ড. ইউনূস

২০২৪ আগস্ট ১৮ ১৩:০০:৫৮
নতুন বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাই: ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই । এই জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।

বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে এদেশে কর্মরত বিভিন্ন মিশনের কূটনীতিকদের ব্রিফিংয়ে তিনি সহযোগিতার এই আহ্বান জানান।

আজ রোববার (১৮ আগস্ট) দুপুর ১টার দিকে রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে ব্রিফিংটি অনুষ্ঠিত হয়।

ঢাকায় নিযুক্ত বি‌ভিন্ন দে‌শের রাষ্ট্রদূত ও হাইক‌মিশনারসহ জা‌তিসংঘ এবং বি‌ভিন্ন সংস্থার প্রধানরা ব্রিফিংয়ে উপস্থিত রয়েছেন।

নোবেলজয়ী ড. ইউনূস বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরাচারিতার জন্য দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। দুর্নীতির কারণে দেশের সব শেষ হয়ে গেছে। তবে তিনি দৃঢ়তার সঙ্গে সব কিছু ঠিক হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অন্তবর্তী সরকার প্রধান ব্রিফিংয়ে বলেন, আওয়ামী লীগ ও তার দলবলের হামলায় ছাত্র আন্দোলনে শত শত মানুষ মারা গেছে। তিনি বলেন, অনেক ছাত্রের চোখে গুলি লেগেছে। তাদের দেখতে গিয়েছিলাম। জানি না তাদের কী হবে। আওয়ামী লীগ সরকারের দুর্নীতিসহ ছাত্র আন্দোলনে মানবাধিকার লঙ্ঘনের চিত্র বিদেশি কূটনীতিকদের সামনে তুলে ধরেন তিনি।

নতুন সরকার গঠনের পর এর আগে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেছিলেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিদেশি কূটনীতিকদের ওই ব্রিফিংয়ে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় আসার প্রেক্ষাপট তুলে ধরে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতার প্রত্যাশা করেন পররাষ্ট্র উপদেষ্টা।

মামুন/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে