ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
Sharenews24

জননিরাপত্তা সচিব জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসর

২০২৪ আগস্ট ১৪ ১৭:৩৪:৫৩
জননিরাপত্তা সচিব জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসর

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে।

উপ সচিব আলমগীর কবির সাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জাহাঙ্গীরের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে। সরকার জনস্বার্থে তাকে চাকরি থেকে অবসর দেওয়া প্রয়োজন বিবেচনা করায় তাকে অবসর দেওয়া হলো।

গত ২১ মে মো. জাহাংগীর আলমকে নির্বাচন কমিশন (ইসি) থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব হিসেবে বদলি করা হয়।

বিসিএস প্রশাসন ক্যাডারের ১৩তম ব্যাচের কর্মকর্তা জাহাঙ্গীর আলম ২০২২ সালের দুই নভেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ে সচিব পদে যোগ দেন।

এর আগে তিনি জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব ছিলেন।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর