ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
Sharenews24

কোটা আন্দোলনের তিন সমন্বয়ককে তুলে নেওয়া হয়েছে

২০২৪ জুলাই ২৬ ২০:২৮:৩৫
কোটা আন্দোলনের তিন সমন্বয়ককে তুলে নেওয়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : কোটা সংস্কার আন্দোলনের তিন সমন্বয়ককে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তুলে নিয়ে গেছেন সাদাপোশাকের এক দল ব্যক্তি।

নিয়ে যাওয়ার সময়ে তাঁরা নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়েছেন বলে সেখানে উপস্থিত নাহিদের বাবা বদরুল ইসলাম, এক সমন্বয়কের স্বজন ও হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন।

আজ শুক্রবার ৯২৬ জুলাই) বেলা চারটার দিকে তিনজনকে তুলে নেওয়া হয়। তারা হলেন-নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার। তাঁদেরকে কারা নিয়েছেন বা কোথায় নেওয়া হয়েছে, সে বিষয়ে স্পষ্ট তথ্য জানা যায়নি।

তবে সংশ্লিষ্ট চিকিৎসকেরা জানিয়েছেন, ওই ব্যক্তিদের কেউ কেউ নিজেদের গোয়েন্দা পুলিশ (ডিবি), আবার কেউ পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সদস্য পরিচয় দিয়েছেন।

এই বিষয়ে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) প্রধান মো. আসাদুজ্জামান রাত সাড়ে আটটার দিকে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, কোটা সংস্কার আন্দোলনের তিন সমন্বয়কের কাউকে তাঁরা নেননি।

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে