ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
Sharenews24

নরসিংদী কারাগার থেকে পালানো ৪৪৭ বন্দির আত্মসমর্পণ

২০২৪ জুলাই ২৬ ০৯:৪৮:৪২
নরসিংদী কারাগার থেকে পালানো ৪৪৭ বন্দির আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক : নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ৮২৬ কারাবন্দির মধ্যে বৃহস্পতিবার (২৫ জুলাই) সন্ধ্যা পর্যন্ত ৪৪৭ কয়েদি আদালতে আত্মসমর্পণ করেছেন।

এছাড়া পুলিশ ৩০ জনকে গ্রেপ্তার করেছে। এ নিয়ে সর্বমোট ৪৭৭ জন কারাবন্দি উদ্ধার হয়েছে।

নরসিংদী আইনজীবী সমিতির সভাপতি কাজী নাজমুল ইসলাম বৃহস্পতিবার (২৫ জুলাই) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২২ জুলাই ৫ জন, ২৩ জুলাই ১২৯জন, ২৪ জুলাই ১৮৩ জন এবং ২৫ জুলাই ১৩০ জন কারাবন্দি আত্মসমর্পণ করেছেন। এছাড়া ২৩ জুলাই ১৯ জন, ২৪ জুলাই বুধবার ৭ জন এবং ২৫ জুলাই ৪ জনকে পুলিশ গ্রেপ্তার করে। এ নিয়ে সর্বমোট ৪৭৭ জনকে আটক করা হয়।

এদিকে নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলম জানান, কারাগার থেকে পালিয়ে যাওয়া কারাবন্দিদের মধ্যে এখন পর্যন্ত ৪৪৭ জন আত্মসমর্পণ করেছে। লুট হওয়া ৮৫টি অস্ত্রের মধ্যে ৪১টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এর আগে, গত শুক্রবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে হঠাৎ নরসিংদীর জেলা কারাগারে হামলা চালায় দুর্বৃত্তরা। ভাঙচুর ও অগ্নিসংযোগ করে কারাগারের ভেতরে, লুট করা হয় ব্যারাকে থাকা ৮৫টি অস্ত্র। এছাড়াও কারাগার থেকে পালিয়ে যায় ৯ জঙ্গিসহ ৮২৬ কয়েদি।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে