ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
Sharenews24

স্বল্প দূরত্বের ট্রেন চলাচলের সিদ্ধান্ত বাতিল

২০২৪ জুলাই ২৫ ১২:৫৯:৪১
স্বল্প দূরত্বের ট্রেন চলাচলের সিদ্ধান্ত বাতিল

নিজস্ব প্রতিবেদক : দেশে কারফিউ কিছুটা শিথিল হওয়ায় সীমিত পরিসরে থেকে স্বল্প দূরত্বে ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হলেও পরে তা বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বাংলাদেশ রেলওয়ে একটি সূত্র জানায়, সরকারের নির্দেশনায় ট্রেন চালানোর সিদ্ধান্ত বাতিল হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আন্তঃনগরসহ সব ধরনের ট্রেন চলাচল বন্ধ থাকবে।

এর আগে বুধবার দুপুরে সীমিত আকারে স্বল্প দূরত্বের কিছু ট্রেন চালুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর।

তিনি বলেন, ‘কারফিউ শিথিলের সময়টাতে যাত্রীবাহী কিছু ট্রেন বৃহস্পতিবার থেকে চালানো হবে। এ সময়ে স্বল্প দূরত্বের লোকাল-কমিউটার ট্রেন চলবে। সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত ট্রেন চলবে।’

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে