ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
Sharenews24

যুক্তরাষ্ট্রে ফিরে যা বললেন পিটার হাস

২০২৪ জুলাই ২৫ ১০:২৩:৪০
যুক্তরাষ্ট্রে ফিরে যা বললেন পিটার হাস

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

মঙ্গলবার (২৩ জুলাই) নিজ দেশে ফিরে তাঁর লিংকডইন প্রোফাইলে বাংলাদেশ থেকে বিদায় নিয়ে নিজের আক্ষেপের কথাও তুলে ধরেছেন এই কূটনীতিক।

লিংকডইনে দেয়া পোস্টে পিটার হাস বলেন, ‘এভাবে বাংলাদেশ মিশন শেষ হবে ভাবিনি। আমি যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছি। দূতাবাসের সব কর্মী, আমার সহকর্মী, পরিবার, বন্ধু এবং বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি আমার কৃতজ্ঞতা। বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।’

পিটার হাস নিজের পোস্টের সঙ্গে ঢাকার মার্কিন দূতাবাসের একটি ফেসবুক পোস্ট যুক্ত করেছেন। পোস্টটি বাংলাদেশে মার্কিন দূতাবাস কর্মীদের নিরাপত্তা সম্পর্কিত।

দেশের বর্তমান পরিস্থিতিতে কর্মীদের নিরাপদে থাকার নির্দেশনা দেয়া হয়েছে ওই পোস্টে।

উল্লেখ্য, ২০২২ সালে মার্চে সাবেক মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলারের স্থলাভিষিক্ত হন পিটার হাস।

২০২১ সালের ৯ জুলাই বাংলাদেশে পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে পিটার হাসকে নিয়োগের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

মার্কিন কংগ্রেসের ওয়েবসাইটের তথ্যানুসারে, যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার বাসিন্দা পিটার ডি হাস একজন পেশাদার কূটনীতিক ও বাণিজ্য বিশেষজ্ঞ।

পিটার ডি হাস ঢাকায় রাষ্ট্রদূতের দায়িত্ব পাওয়ার আগে মার্কিন পররাষ্ট্র দপ্তরের অর্থনৈতিক ও বাণিজ্যবিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন।

তার আগে তিনি বাণিজ্য নীতি ও সমঝোতা বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন।

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে