ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
Sharenews24

নিখোঁজের পর সন্ধান মিলেছে ৩ সমন্বয়কের

২০২৪ জুলাই ২৫ ১০:০৯:০২
নিখোঁজের পর সন্ধান মিলেছে ৩ সমন্বয়কের

নিজস্ব প্রতিবেদক : পাঁচ দিন নিখোঁজের পর সন্ধান মিলেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম তিন সমন্বয়কের।

তিনি সমন্বয়ক হলেন- আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও রিফাত রশীদ।

বুধবার আসিফ ও বাকেরকে চোখ বাঁধা অবস্থায় ফেলে যাওয়া হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে দুজনই জানিয়েছেন।

আর রিফাত আত্মগোপনে আছেন। এই তিনজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।

আসিফ মাহমুদকে রাজধানীর হাতিরঝিল ও আবু বাকেরকে ধানমন্ডি এলাকায় ফেলে যাওয়া হয় বলে তারা জানান।

আপিফ ও বাকেরকে কে বা কারা তুলে নিয়ে গিয়েছিল, ফেসবুক পোস্টে তা স্পষ্ট করা হয়নি।

ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম আসিফ ও বাকেরের খোঁজ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আর রিফাত রশীদের বাবা দেলোয়ার হোসেন তার ছেলের খোঁজ পাওয়ার তথ্য জানিয়েছেন।

গত মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সংবাদ সম্মেলন করে তাদের তিন সমন্বয়কের নিখোঁজের তথ্য জানান।

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে