ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
Sharenews24

কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রোববার

২০২৪ জুলাই ১৮ ২০:০২:২৭
কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রোববার

নিজস্ব প্রতিবেদক : আগামী রোববার প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা বহাল রেখে হাইকোর্টের দেওয়া রায় বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষার্থীর লিভটু আপিল শুনানির জন্য কার্যতালিকায় তোলা হয়েছে।

আগামী রোববার আপিল বিভাগের কার্যতালিকার ৩ নম্বর ক্রমিকে রাখা হয়েছে লিভটু আপালটি।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিচারপতি এম ইনায়েতুর রহিমের বিশেষ চেম্বার জজ আদালত শুনানির জন্য রোববার ধার্য করেন। ওইদিন কার্যতালিকার ৩ নম্বর ক্রমিকে রাখা হয়েছে লিভটু আপালটি।

এর আগে আজ দুপুরে জাতীয় সংসদ ভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী বলেছিলেন, কোটা সংস্কারের মামলার শুনানি এগিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, আমরা কোটা সংস্কারের পক্ষে। কোটা নিয়ে আদালতে যখন শুনানি হবে, তখন সরকারের পক্ষ থেকে একটা প্রস্তাব দেয়া হবে।

এদিকে বিকেলে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন, ‘কোটা বাতিল চেয়ে লিভ টু আপিল দ্রুত শুনানি করতে সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা রোববার (২১ জুলাই) সকালে আপিল বিভাগে লিভ টু আপিল দ্রুত শুনানির জন্য মেনশন করব।’

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে