ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
Sharenews24

মিরপুরে আওয়ামী লীগের সমাবেশ পণ্ড করে দিলেন আন্দোলনকারীরা

২০২৪ জুলাই ১৮ ১২:০৮:১৭
মিরপুরে আওয়ামী লীগের সমাবেশ পণ্ড করে দিলেন আন্দোলনকারীরা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে আওয়ামী লীগের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ পণ্ড করে দিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীরা।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে মিরপুর-১০ গোলচত্বরে 'কোটাবিরোধী আন্দোলনের ওপর ভর করে স্বাধীনতা বিরোধীদের নৈরাজ্য সৃষ্টির' প্রতিবাদে এই সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠান করছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সমাবেশ চলাকালে ওই এলাকায় হাজারেরও বেশি আন্দোলনকারী উপস্থিত হয়ে ধাওয়া দিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখান থেকে চলে যায়।

সমাবেশের জন্য আনা চেয়ার ভাঙচুর করেছেন আন্দোলনকারীরা। তারা সমাবেশের ব্যানার ছিঁড়ে ফেলেন।

যেখানে ঘটনাটি ঘটে, তার অদূরে পুলিশ ছিল। কিন্তু তাদেরকে কোন ব্যবস্থা নিতে দেখা যায়নি।

এএসএম/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে