ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
Sharenews24

শাবিপ্রবিতে 'আজীবন নিষিদ্ধ' অধ্যাপক জাফর ইকবাল!

২০২৪ জুলাই ১৭ ১৩:৫৫:২৪
শাবিপ্রবিতে 'আজীবন নিষিদ্ধ' অধ্যাপক জাফর ইকবাল!

নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকারীরা অধ্যাপক ড. জাফর ইকবালকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে।

বুধবার (১৭ জুলাই) কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক ও তাদের ফেসবুক গ্রুপ থেকে তাকে আজীবন নিষিদ্ধের ঘোষণা দেওয়া হয়।

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবন, কন্ট্রোলার ও ভিসির বাস ভবন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলো। এ ছাড়াও আজ বিকেল ৩টার মধ্যে সব শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীকে তাদের কোয়ার্টার ত্যাগ করার জন্য অনুরোধ করা হলো।

আর বলা হয়, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। পাশাপাশি ড. মুহম্মদ জাফর ইকবালকে শাবিপ্রবিতে আজীবন নিষিদ্ধ করা হলো।

এর আগে, উপ-রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সিন্ডিকেটের জরুরি সভায় শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে এবং বিকেল ৩টার মধ্যে সব শিক্ষার্থীকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হলো। অফিস কার্যক্রম যথারীতি খোলা থাকবে।

প্রশাসনের এমন ঘোষণার পরপরই বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেন আন্দোলনকারীরা। কোটাবিরোধী আন্দোলনের ফেসবুক পেজে তারা জানান, বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে শাবিপ্রবির শিক্ষার্থীরা। তারা হলে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাবেন। যদি শিক্ষার্থীদের জোরপূর্বক হল থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয় শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুলবে।

পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত এই বিজ্ঞপ্তি প্রত্যাহারের আহ্বান জানানো হচ্ছে, অন্যথায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলে জানানো হয়।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে