ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
Sharenews24

কোটা সংস্কারের আন্দোলন থামানো উচিত : স্বরাষ্ট্রমন্ত্রী 

২০২৪ জুলাই ১৩ ২১:৪০:২৯
কোটা সংস্কারের আন্দোলন থামানো উচিত : স্বরাষ্ট্রমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রাস্তা বন্ধের মাধ্যমে মানুষের দুর্ভোগ সৃষ্টি করার কোটা আন্দোলন থামানো উচিত। তিনি জনদুর্ভোগ সৃষ্টি না করে আন্দোলনকারী শিক্ষার্থীদের আদালতে গিয়ে নিজেদের কথা বলার পরামর্শ দিয়েছেন।

আজ শনিবার (১৩ জুলাই) বিকেলে ময়মনসিংহে ‘মুক্তিযুদ্ধে পুলিশ: ময়মনসিংহ জেলা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০১৮ সালে প্রধানমন্ত্রী কোটা উঠিয়ে দিয়েছিলেন। তারপর বিচার বিভাগ থেকে বার্তা এসেছে কোটা আবার চালু হবে। এতে সংক্ষুব্ধ হয়েছে আমাদের ছাত্ররা।

তিনি বলেন, তাদের দাবির প্রেক্ষিতে প্রধান বিচারপতি একটি স্পষ্ট নির্দেশনা দিয়েছেন, হাইকোর্টের রায় স্থগিত করেছেন। ছাত্রদের বলা হয়েছে তারা যেন তাদের কথা উচ্চতর আদালতে বলে। তাহলে বিচারপতিদের বিচার করতে সুবিধা হবে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, পৃথিবীর সব জায়গাতেই কোটা রয়েছে। যেমন; আমাদের ক্ষুদ্র নৃ–গোষ্ঠীর জন্য কিছু কোটা রয়েছে এবং সংবিধানেও সেটি বলা আছে। এই নৃ–গোষ্ঠীদের কোটা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে তারা কোনোদিন মূল স্রোতের সঙ্গে তাল মিলিয়ে একত্রিত হতে পারবে না।’

ময়মনসিংহ পুলিশের রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেনের সভাপতিত্বে ঢাকা মেট্রোপলিটনের পুলিশ সুপার মাহমুদা আফরোজ লাকীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সুধী সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভূঞা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী ও তারাকান্দা-ফুলপুর আসনের এমপি শরীফ আহমেদ, সদর আসনের এমপি মোহাম্মদ মোহিত উর রহমান শান্ত, গফরগাঁওয়ের এমপি ফাহমী গোলন্দাজ বাবেল, মুক্তাগাছার এমপি কৃষিবিদ ডা. নজরুল ইসলাম, ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, বীর মুক্তিযোদ্ধা ম. হামিদ ও আব্দুর রব প্রমুখ।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে