ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
Sharenews24

পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রেললাইন অবরোধ

২০২৪ জুলাই ১১ ২০:২৯:০২
পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রেললাইন অবরোধ

নিজস্ব প্রতিবেদক : কোটা সংস্কার আন্দোলনে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে রেললাইন অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার সংলগ্ন রেললাইন অবরোধ করে বিক্ষোভ সমাবেশ শুরু করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অবরোধের কারণে ঢাকা থেকে আসা একটি ট্রেন আন্দোলনের স্থান থেকে এক কিলোমিটার দূরে আটকা পড়ে।

এই সময়ে শিক্ষার্থীরা ‘মুক্তিযুদ্ধের মূলকথা, সুযোগের সমতা’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ এমন সব স্লোগানে মুখর করে তুলেন শিক্ষার্থীরা।

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে