ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি ২০২৫
Sharenews24

পিএসসির প্রশ্নফাঁসে জড়িত সেই আবেদ আলীসহ গ্রেপ্তার ১৭

২০২৪ জুলাই ০৮ ১৯:৫২:৫৭
পিএসসির প্রশ্নফাঁসে জড়িত সেই আবেদ আলীসহ গ্রেপ্তার ১৭

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) কোনো নিয়োগ পরীক্ষা এলেই প্রশ্নফাঁস করে অর্থ লোপাটে মেতে উঠতো সংঘবদ্ধ একটি চক্র। গত ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে পিএসসির ঊর্ধ্বতন তিন কর্মকর্তাসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রোববার (০৭ জুলাই) রাতে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর সাঁড়াশি অভিযানে নামে সিআইডি।

টেলিভিশনের ওই প্রতিবেদনে আঙ্গুল দিয়ে প্রশ্ন ফাঁসকারীদের শনাক্ত করা হয়। প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত পিএসসির কর্মকর্তা-কর্মচারীরা হলেন উপপরিচালক মো. আবু জাফর, উপ-পরিচালক জাহাঙ্গির আলম, সহকারী পরিচালক এস এম আলমগীর কবির, সহকারী পরিচালক নিখিল চন্দ্র রায়, চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবন ও অফিস সহায়ক খলিলুর রহমান।

জানা গেছে, গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন পিএসসি’র ঊর্ধ্বতন তিন কর্মকর্তা ও একজন অফিস সহকারী এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত-সমালোচিত পিএসসি’র চেয়ারম্যানের সাবেক ড্রাইভার সৈয়দ আবেদ আলীও।

পিএসসি চেয়ারম্যান সাবেক ওই চালকের নাম ঘোষণা করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। সৈয়দ আবেদ আলীর ব্যক্তিগত প্রোফাইলে দেখা যায়, রাজনৈতিক, সামাজিক কর্মকাণ্ড, দাতব্য ও ত্যাগের নানা খবর।

সৈয়দ আবেদ আলীর গ্রামের বাড়ি মাদারীপুর জেলার ডাসার উপজেলায়। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তার বিপুল সম্পদের খবর পাওয়া গেছে।

আবেদ আলীর ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা ও গ্রামের একাধিক বাড়ি, গরুর খামার ও সম্পদের তথ্য পাওয়া গেছে। যদিও তিনি ব্যবসার মাধ্যমে সম্পদ তৈরি করেছেন বলে দাবি করেছেন।

গত উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে প্রচারণা চালান আবেদ আলী। সমাজের বিত্তবান ও প্রভাবশালীদের সঙ্গে নিয়মিত চলাফেরা করতেন আবেদ আলী। প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে দেখা করতেন।

মামুন/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে