ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি ২০২৫
Sharenews24

৩৩ দিন পর টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে যাতায়াত

২০২৪ জুলাই ০৭ ২৩:১০:৪৫
৩৩ দিন পর টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে যাতায়াত

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ৩৩ দিন পর টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে যাতায়াত করছে যাত্রীবাহী ট্রলার ও স্পিডবোট। যাচ্ছে বিভিন্ন খাদ্য সামগ্রীও।

আজ রোববার (০৭ জুলাই) টেকনাফ থেকে ২টি ট্রলার সেন্টমার্টিনে পৌঁছায়। আর সেন্টমার্টিন থেকে যাত্রী নিয়ে ৪টি ট্রলার ও ৭টি স্পিডবোট টেকনাফে পৌঁছায়।

টেকনাফ- সেন্টমার্টিন নৌরুটের স্পিডবোট সমবায় সমিতির সভাপতি খোরশেদ আলম বলেন, টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে স্পিডবোট চলাচল শুরু হয়েছে। রোববার সকালেও ৭টি স্পিডবোট টেকনাফের্ সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপে এসে পৌঁছেছে। মূলত সাগরে জোয়ার আসলেই বাংলাদেশের অভ্যন্তর হয়ে নৌযানগুলো চলাচল করছে।’

এদিকে সেন্টমার্টিন থেকে ট্রলারে করে টেকনাফের শাহপরীর দ্বীপ ঘাটে পৌঁছানো যাত্রীরা বলেন, ‘দীর্ঘদিন পর স্বাভাবিকভাবে ট্রলার করে টেকনাফ পৌঁছালাম। কোনো ধরনের সমস্যা হয়নি। অনেক খুশি লাগছে।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, ‘স্বাভাবিক হচ্ছে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে নৌযান চলাচল। এখন পর্যন্ত সেন্টমার্টিন থেকে যাত্রীবাহী ৪টি ট্রলার ও ৭টি স্পিডবোট টেকনাফ পৌঁছেছে। আর ২টি খাদ্যপণ্য বোঝাই ট্রলার টেকনাফ থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা হয়েছে। আশা করি, সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।’

মামুন/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে