ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি ২০২৫
Sharenews24

কোটা বাতিলের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

২০২৪ জুলাই ০৪ ১৭:৪০:২৪
কোটা বাতিলের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকরিতে কোটাপ্রথা বাতিল করে জারি করা ২০১৮ সালের পরিপত্র বহাল রাখার দাবিতে তৃতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

এর ফলে আজ বৃহস্পতিবার বেলা ১২টা থেকে শাহবাগ মোড় হয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

এর আগে, বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের হল থেকে মিছিল ও স্লোগান নিয়ে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে অবস্থান নেন ঢাবি শিক্ষার্থীরা। একই সময়ে মাস্টারদা সূর্যসেন হল শাখার ছাত্রলীগ নেতা-কর্মীরা হল গেট বন্ধ করে দেন। ফলে শিক্ষার্থীরা আন্দোলনে বের হতে পারেননি।

পরে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে মিছিলটি মাস্টারদা সূর্যসেন হলের গেটের সামনে গেলে ভেতরে থাকা শিক্ষার্থী গেট ভেঙে বের হয়ে আন্দোলনে যোগ দেন। পরে ঢাকা কলেজসহ রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যুক্ত হন।

একই সময়ে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, স্যার এ এফ রহমান হল ও হাজী মুহম্মদ মুহসীন হলসহ বিভিন্ন হলে ছাত্রলীগের নেতা-কর্মীরা শিক্ষার্থীদের আন্দোলনে যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

এ দিকে শাহবাগ মোড় অবরোধকালে শিক্ষার্থীরা ১৮ সালের পরিপত্র বহাল রাখার দাবিতে স্লোগান দেন। অবরোধকালে দল নিরপেক্ষ ছাত্রসংগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তির সদস্যসচিব ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, ‘আমরা এখানে ১ ঘণ্টার জন্য আসিনি। আমরা দাবি আদায় করার জন্য এসেছি। দাবি আদায় করে ঘরে ফিরব। শিক্ষার্থীরা জেগে উঠছে। দুর্বার আন্দোলন গড়ে তুলে দাবি মানতে বাধ্য করা হবে।’

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে