ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
Sharenews24

৫ বছরে দেশ থেকে তিন লাখ কোটি টাকা পাচার

২০২৪ জুন ২৯ ১৩:৩৯:৫৫
৫ বছরে দেশ থেকে তিন লাখ কোটি টাকা পাচার

নিজস্ব প্রতিবেদক : ২০১৬-২০২০ সাল পর্যন্ত সময়ে দেশ থেকে ৩ লাখ ২০ হাজার কোটি টাকা পাচার হয়েছে। শনিবার (২৯ জুন) ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় ইক্যুইটি অ্যাণ্ড জাস্টিস ওয়ার্কিং গ্রুপ।

সংবাদ সম্মেলনে উপস্থিত বক্তারা বলেন, বাজেটের রাজস্ব নীতিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল- আইএমএফের পরামর্শই বেশি গুরুত্ব পাচ্ছে।

এদিকে আইএমএফ বিদ্যুৎ-জ্বালানির মূল্য বৃদ্ধি, পরোক্ষ করের আওতা বাড়ানো, কর্পোরেট কর ও আমদানি শুল্ক কমানোর কথা বললেও অর্থপাচার ও দুর্নীতি নিয়ে কোনো কথা বলছে না।

এসময় সংগঠনটি আমলারা দুর্নীতি করলে তাঁর শাস্তি হিসেবে চাকরিচ্যুত করার আইন প্রণয়নের প্রস্তাব জানায়।

বর্তমান কর ব্যবস্থাকে বৈষম্যমূলক অ্যাখ্যা দিয়ে এটি ঢেলে সাজানোর তাগিদও দেন বক্তারা।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে