ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি ২০২৫
Sharenews24

আছাদুজ্জামান মিয়ার সম্পদ অনুসন্ধানে দুদকে আবেদন

২০২৪ জুন ২৭ ২০:২২:২৯
আছাদুজ্জামান মিয়ার সম্পদ অনুসন্ধানে দুদকে আবেদন

নিজস্ব প্রতিবেদক : ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার সম্পদ অনুসন্ধান করে জনমনের বিভ্রান্তি দূর করার জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সালাহ উদ্দিন রিগ্যান।

আজ বৃহস্পতিবার (২৭ জুন) আবেদনের বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করে অ্যাডভোকেট রিগ্যান বলেন, বিভিন্ন মাধ্যমে আছাদুজ্জামানের বিশাল সম্পদের কথা উঠে এলেও দুদক এই পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। এতে জনমনে বিভ্রান্তি দেখা দিয়েছে।

তিনি বলেন, তাই আমি দুদক চেয়ারম্যানের বরাবর আবেদন জানিয়েছি, যাতে সঠিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে মানুষের বিভ্রান্তি দূর করা হয়।

এরপরও এই বিষয়ে উদ্যোগ না নেওয়া হলে দুদকে লিগ্যাল নোটিশ দেওয়া হবে। তারপরও কাজ না হলে বিষয়টিকে নিয়ে আমরা উচ্চ আদালতে যাবেন বলে তিনি জানান।

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে