ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি ২০২৫
Sharenews24

গুঁড়িয়ে দেওয়া হলো সাদিক অ্যাগ্রো, ইমরানের দম্ভচূর্ণ

২০২৪ জুন ২৭ ১৬:৩৮:৩৯
গুঁড়িয়ে দেওয়া হলো সাদিক অ্যাগ্রো, ইমরানের দম্ভচূর্ণ

নিজস্ব প্রতিবেদক : মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল দখল করে অবৈধভাবে ব্যবসা করার সত্যতা মেলায় ভেঙে ফেলা হয়েছে সাদিক অ্যাগ্রো ফার্ম। সাদিক অ্যাগ্রোর মালিক ইমরানের দম্ভচূর্ণ করে উচ্ছেদ করা হয়েছে অন্য দখলদারদেরও।

ঢাকা সিটি করপোরেশন জানায়, খালে পানি প্রবাহ ফেরাতে কোনও অবৈধ দখলদারকেই ছাড় দেয়া হবে না। অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয়েছে সাদিক অ্যাগ্রোর দখল করা অবৈধ অংশ।

আজ বৃহস্পতিবার (২৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার সাদিক অ্যাগ্রোতে অভিযান শুরু হয়। অভিযান পরিচালনা করেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান।

অভিযানে ডিএনসিসির এক্সেভেটর ও বুলডুজারসহ বিশেষ যান দিয়ে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানে ডিএনসিসির অভিযান পরিচালনাকারী দলের সদস্যরা ছাড়াও পরিচ্ছন্নতা কর্মী অংশ নিয়েছেন।

অভিযানের শুরুতে খালের অংশে দখলে থাকা অস্থায়ী স্থাপনাগুলো গুড়িয়ে দেওয়া হয়। সাদিক অ্যাগ্রো ছাড়াও বেশ কিছু অস্থায়ী স্থাপনা এখানে গড়ে উঠেছিল, সেগুলোও উচ্ছেদ করেছে ডিএনসিসি। মূলত খালের জায়গা দখল করে গড়ে তোলা হয়েছিল সাদিক অ্যাগ্রোর খামার।

দখলের কারণে মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল সাদিক অ্যাগ্রোর অংশে একটি নালাতে পরিণত হয়েছে। পাশাপাশি সড়কের জায়গাও দখল করেছে তারা। মূলত সেই কারণে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ডিএনসিসি।

উচ্ছেদ অভিযানের সময় আলোচিত সেই ১৫ লাখ টাকার ছাগলটিসহ অন্যান্য গবাদিপশু সরিয়ে নেওয়া হয়। এই ‘উচ্চবংশীয়’ ১৫ লাখ টাকা দামের ছাগল কিনতে গিয়ে আলোচনায় আসেন এনবিআরের সদ্য সাবেক কর্মকর্তা মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ওরফে ইফাত।

উচ্ছেদ অভিযান চালানো ঢাকা উত্তর সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বির আহমেদ সাংবাদিকদের বলেন, কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই অভিযান চালানো হচ্ছে না।

তিনি বলেন, খালের জায়গা যে বা যারা দখল করে রেখেছে, তাদের উচ্ছেদে এই অভিযান চালানো হচ্ছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মামুন/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে