ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি ২০২৫
Sharenews24

ইবির রেজিস্ট্রারের অর্থ লেনদেনের ফোনালাপ ভাইরাল

২০২৪ জুন ২৭ ১১:১৮:২৬
ইবির রেজিস্ট্রারের অর্থ লেনদেনের ফোনালাপ ভাইরাল

নিজস্ব প্রতিবেদক : বিতর্ক যেন পিছু ছাড়ছে না ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের। উপাচার্য, উপ-উপাচার্য বিতর্ক শেষ না হতেই এবার রেজিস্ট্রারের অর্থ লেনদেনের অডিও ও অশ্লীল ভিডিও ভাইরাল হয়েছে।

এতে প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট হওয়ায় ক্ষুব্ধ শিক্ষক-শিক্ষার্থীরা। উপাচার্য বলছেন, একটি মহল কর্মকর্তাদের সম্মানহানি করার চেষ্টা করছে।

উপাচার্যের নানান ধরনের অনিয়মের অডিও, উপ-উপাচার্যের নিয়োগ সংক্রান্ত চ্যাটিং ফাঁসের পর এবার আলোচনা কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আলী হাসানকে ঘিরে।

সম্প্রতি তাঁর সঙ্গে এক ঠিকাদারের অর্থ লেনদেনের অডিও ও এক নারীর অশ্লীল ভিডিও ভাইরাল হয়েছে। এতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা।

এ বিষয়ে গণমাধ্যমকে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। একজন শিক্ষার্থী হিসেবে এসব মেনে নেওয়া বা ধারন করা খুবই কষ্টকর। আরেক শিক্ষার্থী বলেন, এই বিষয়টি সঠিক হলে তদন্তের দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

এসব ঘটনায় শিক্ষক-কর্মকর্তারাও বিব্রত। বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অব কমিউনিকেশন টেকনোলজি অধ্যাপক পরেশ চন্দ্র বরমন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সবাই এটাতে বিব্রত। আমি যদি নিজেই দুর্বল হই তাহলে আমি আমার সন্তানকে শাসন করব কেমন করে।’

বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির সভাপতি টিপু সুলতান বলেন, ‘অডিও ভিডিও যে ভাইরাল হচ্ছে, সেগুলো পত্র-পত্রিকাসহ বিভিন্ন মাধ্যমে আমরা দেখছি। কিন্তু এসব বিষয়ের কোনো পদক্ষেপ আমরা প্রশাসনের দিক থেকে এখনও পাইনি।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আব্দুস সালাম বলেন, ‘অডিও-ভিডিও ফাঁস কেন বরং টাকা নেওয়ার প্রমাণ দেখাক। তাছাড়া যেটা হচ্ছে সেটা একজনের মান সম্মান হানি করা ছাড়া আর কিছু না।’

তিনি আরও বলেন, অডিও-ভিডিও ফাঁসে প্রতিষ্ঠান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে