ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি ২০২৫
Sharenews24

কারাগারের ছাদ ফুটো করে পালালেন ৪ ফাঁসির আসামি

২০২৪ জুন ২৬ ১০:১৮:১৬
কারাগারের ছাদ ফুটো করে পালালেন ৪ ফাঁসির আসামি

নিজস্ব প্রতিবেদক :গভীর রাতে বগুড়া জেলা কারাগারের ছাদ ফুটো করে দেয়াল পেরিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামি পালিয়েছে। কিন্তু সকালে কারাগারের আশপাশের এলাকা থেকে আবারও ধরা পড়েন তারা। মঙ্গলবার (২৫ জুন) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বগুড়া জেলা কারাগারের জেলার মোহাম্মদ ফরিদুর রহমান। তিনি বলেন, ‘চারজন ফাঁসির আসামি পালিয়েছিলেন। আমার কারাগারের পাশেই তাদের পেয়েছি।’

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) স্নিগ্ধ আখতার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) বলেন, ‘বিষয়টি অনেক স্পর্শকাতর। পুলিশ সুপার এ বিষয়ে বিস্তারিত জানাবেন।’

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই চার আসামির নাম জানা যায়নি। তবে তাদের গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বগুড়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোতাহার হোসেন জানান, মঙ্গলবার দিবাগত রাত ৩টার পরে সেলের গ্রিল বাঁকা করে ওই চার আসামি পালিয়ে যান। তাদেরকে পরে বগুড়ার চাষীবাজার থেকে আবারও গ্রেপ্তার করা হয়েছে।

এ নিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে