ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি ২০২৫
Sharenews24

আ.লীগ বারবার ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে : প্রধানমন্ত্রী

২০২৪ জুন ২৩ ১৮:২০:৪২
আ.লীগ বারবার ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : শেখ হাসিনা বলেছেন, বারবার আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে। বারবার আঘাতের পরও ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে। আওয়ামী লীগ গণমানুষের সংগঠন। আওয়ামী লীগের শক্তি হচ্ছে এ দেশের তৃণমূলের জনগণ ও দলের নেতাকর্মীরা।

আজ রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে এই কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘দেশের প্রতিটি অর্জনে আওয়ামী লীগের অবদান রয়েছে। বাংলাদেশের মানুষ তাদের মৌলিক চাহিদা পূরণ করতে পারুক সেটাই আমাদের লক্ষ্য।’

সরকার প্রধান বলেন, ‘আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয়েছেই তো বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। যা আমরা প্রমাণ করেছি। ৭৫-এর আগস্টের পর বারবার ক্ষমতা বদল হয়েছে।

তিনি বলেন, কিন্তু ক্ষমতা বদল হয়েছে অস্ত্রের মাধ্যমে এবং ষড়যন্ত্রের মাধ্যমে। জনগণের গণতান্ত্রিক অধিকার ছিল না, মানুষের মৌলিক অধিকার ছিল না। মানুষের ভাগ্যের কোনো পরিবর্তনই তারা করতে পারেনি।’

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বলেন, ‘অনেকে দলের থেকে নিজেকে বড় মনে করে দল ছেড়ে গিয়েছেন। তারা ভুল করেছেন। যেসব নেতারা ভুল করেছিলেন তারা ভুলে গিয়েছিলেন যে তারা আলোকিত হয়েছি‌লেন আওয়ামী লীগের নেতৃত্বে থেকেছিলেন বলেই। এখান থেকে চলে যাওয়ার পর তারা আর জ্বলেননি। নিভে গেছেন।’

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে