ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি ২০২৫
Sharenews24

চোরাচালান মামলায় কুড়িগ্রামে ইউপি চেয়ারম্যান কারাগারে

২০২৪ জুন ১৩ ০৯:২৯:৪০
চোরাচালান মামলায় কুড়িগ্রামে ইউপি চেয়ারম্যান কারাগারে

নিজস্ব প্রতিবেদক : চোরাচালানের মামলায় কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন মো. ইলিয়াসকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার (১২ জুন) তাকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানিয়েছেন রাজিবপুর থানার ওসি মো. আশিকুর রহমান।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১২ সালে জামালপুরের দেওয়ানগঞ্জ থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি ধারায় ইলিয়াসের বিরুদ্ধে মামলা করে বিজিবি। সেই মামলায় তার বিরুদ্ধে পরোয়ানা জারি করে আদালত।

ওসি আশিকুর রহমান বলেন, পরোয়ানা মূলে ইলিয়াসকে গ্রেপ্তার করা হয়েছে। বিকালে তাকে কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

শেয়ারনিউজ, ১৩ জুন ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে