ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
Sharenews24

‘আমার কিছু হলে সরাসরি এমপির ভাগ্নে দায়ী’

২০২৪ জুন ০৩ ২৩:২৪:৪৩
‘আমার কিছু হলে সরাসরি এমপির ভাগ্নে দায়ী’

নিজস্ব প্রতিবেদক : আগামী ৯ জুন স্থগিত হওয়া ২২ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনকে সামনে রেখে পাটুয়াখালির সংবাদ সম্মেলন করেন দুমকি উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী কাওসার আমিন হাওলাদার ওরফে (মালটা কাওসার)।

সোমবার (৩ জুন) বিকেল ৪টায় দুমকি (পবিপ্রবি) বিশ্ববিদ্যালয়ের পরিচালনায় স্টার রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে কাওসার আমিন হাওলাদার বলেন, দুমকি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা বৈধ ঘোষণা হওয়ার পর থেকে এ পর্যন্ত আমি ও আমার সমর্থকদের ওপর পরপর পাঁচ বার হামলার শিকার হয়েছি। হামলায় অনেকেই গুরুতর আহত হয়েছে। যার মধ্যে একজন বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি বলেন, আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম। আজ দুমকি উপজেলার মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সেবায় জীবন উৎসর্গ করতে চাই। অথচ আমার প্রতিপক্ষ পটুয়াখালী সদর আসনের এমপি রুহুল আমিন হাওলাদারের মদদে হারুন অর রশিদ হাওলাদার তার পেটোয়া বাহিনী বার বার হামলা চালাচ্ছে।

তিনি আরো বলেন, পটুয়াখালী সদর আসনের এমপি রুহুল আমিন হাওলাদারের নগ্ন হস্তক্ষেপ থাকলে আগামী ৯ মে সুষ্ঠু নির্বাচন নিয়ে আমি সন্দিহান। আদৌ সুষ্ঠু নির্বাচন হবে কিনা। আমি সাংবাদিকদের মাধ্যমে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সকলের কাছে আহ্বান করছি, আপনারা একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশে সৃষ্টি করেন।

এক প্রশ্নের জবাবে কাউসার আমিন বলেন, আমার ওপর হামলার বিষয়ে দুমকি পুলিশ প্রশাসনকে অবগত করার পরও অদৃশ্য কারণে আইনপ্রয়োগ কিংবা নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে কোনো পদক্ষেপ নিচ্ছে না। যে কারণে আমার জীবন নিয়ে শঙ্কায় আছি। যদি কিছু হয়ে যায় তবে সেজন্য এ বি এম রুহুল আমিনের ভাগ্নে হারুন অর রশিদ হাওলাদার সরাসরি দায়ী থাকবেন।

কাওসার আমিন হাওলাদারের ওপর হামলার বিষয়ে হারুন অর রশিদের কাছে জানতে চাইলে তিনি বলেন, মানুষের সহানুভূতি নেয়ার জন্য কৃত্রিমভাবে এই কাজগুলো ঘটায়। আমি কালো টাকা ও সন্ত্রাসের সঙ্গে লড়াই করে নির্বাচন করছি।

তিনি বলেন, আমি চাই নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হোক। জনগণ যাকে ভোট দেবে তিনি নির্বাচিত হবেন। আর মামা এ বি এম রুহুল আমিন হাওলাদার তো নির্বাচনের ধারেকাছেও আসেন না।

পটুয়াখালী-১ আসনের এমপি এ বি এম রুহুল আমিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, কাওসার আমিনের ধারনা ভুল। নতুন নির্বাচন করতে নামছে তাই আবেগে বলছে। আমি একজন এমপি আমি পারি না কারো পক্ষ নিতে।

এমপি বলেন, হারুন আমার ভাগ্নে এতে মানুষ ভাবতে পারে এটা স্বাভাবিক কিন্তু আমি একজন এমপি হিসেবে এটা করতে পারি না। আর কোথাও কোনো প্রমাণ নেই যে আমি কারো পক্ষে কাজ করছি।

দুমকি থানার ওসি মোঃ শফিউর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারনিউজ, ০৩ জুন ২০২৪

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে