ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

সালমান খানের ফার্ম হাউজে তরুণীর উৎপাত

২০২৪ জুন ০৩ ০৮:৫২:৫৬
সালমান খানের ফার্ম হাউজে তরুণীর উৎপাত

বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার সালমান খান নানা ইস্যুতে স্যোসাল মিডিয়ায় ভাইরাল থাকেন। কখনো সুখকর খবর নিয়ে। আবার কখনো দুখের বারতা নিয়ে। তবে মাঝে-মধ্যে নানা বিড়ম্বনার গল্পও তার আশেপাশ জুড়ে থাকে।

কিছুদিন আগে তার বাড়ির ওপর চলেছে গুলি। এবার তার পানভেলের ফার্ম হাউজে গিয়ে এক তরুণী ছোটপাট শুরু করেছেন। ওই তরুণী তাকে বিয়ে করার বায়না ধরেছেন।

বিশ্ব প্রেমিক খ্যাত সালমান তখন বলিউড তারকাদের সঙ্গে আম্বানি পরিবারের প্রি-ওয়েডিং পার্টিতে। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিং পার্টি চলছে প্রমোদ তরিতে।

সেই তরি যখন ইতালি থেকে ফ্রান্সের পথে তখন ভারতে ভাইজানকে বিয়ের দাবিতে অনড় তরুণী। এই তরুণী আবার নাকি খুনের টোপ। বিষ্ণোই গ্যাং একের পর এক ছক কষে যাচ্ছে। ভাইজনকে হত্যা করবেই তারা।

তরুণীর বয়স আনুমানিক ২৪ বছর। তিনি খোলামেলাভাবে জানালেন তিনি সালমান খানকে ভালোবাসেন। সে সালমান খানের অন্ধভক্ত। সালমানের সঙ্গে দেখা করতেই সেখানে হাজির হয়েছেন।

পরে গ্রামের লোকজন খবর দেয় থানায়। লোকজন তার ভিডিও করে রাখতে ভোলেনি। ঘটনার পর পরই সেই ভিডিও ছেড়ে দেয় স্যোসাল মিডিয়ায়। যা মূহুর্তেই ভাইরাল হয়ে যায়।

ওই ভিডিওতে দেখা যাচ্ছে, তরুণী অনবরত বলে চলেছেন, ‘আমি সলমন খানকে বিয়ে করতে চাই।’ এর কিছু সময় পরই পানভেলের তালুকা পুলিশ স্টেশনের অফিসাররা তাকে নিয়ে যায়।

পরে জানা গেছে, মানসিক চিকিৎসার জন্য কালাম্বলির এমজিএম হাসপাতালে ছিলেন তরুণী।

এদিকে বিষ্ণোই গ্যাং সম্পর্কে পুলিশ বলছে, বিষ্ণোই গ্যাং পাকিস্তান থেকে অত্যাধুনিক অস্ত্র এনেছিল সালমানকে হত্যার জন্য। হত্যার রেকিও নাকি করে ফেলেছিল তারা।

এরপর পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ গণমাধ্যমকে এই খবর দেয়। গ্রেপ্তারকৃতরা হলেন ধনঞ্জয় সিং, তাপে সিং ওরফে অজয় কাশ্যপ, গৌরব ভাটিয়া, ওয়াসিম চিকনা ও জাভেদ খান।।

শেয়ারনিউজ, ০২ জুন ২০২৪

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে