ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

পররাষ্ট্রমন্ত্রীর সামনে নিউইয়র্কে আ.লীগের দুই গ্রুপের মারামারি

২০২৪ মে ৩১ ১৪:৪০:১৪
পররাষ্ট্রমন্ত্রীর সামনে নিউইয়র্কে আ.লীগের দুই গ্রুপের মারামারি

প্রবাস ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সামাান্য বিষয়ে নিয়ে আবারও গ্রুপিং-দ্বন্দ্বে মুখোমুখি। এবার নিউ ইয়র্কে আসা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপিকে অভ্যর্থনা জানাতে গিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।

স্থানীয় সময় বুধবার (২৯ মে) রাতে জেএফকে এয়ারপোর্টের টার্মিনাল-৮ এই ঘটনা ঘটে। জাতিসংঘের একটি অনুষ্ঠানে যোগ দিতে এদিন রাতে নিউইয়র্কে পৌঁছেন হাছান মাহমুদ। বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে বিপুল সংখ্যক আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত হন।

এয়ারপোর্টের টার্মিনালে হঠাৎ করে দলীয় কোন্দল থেকে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি শুরু হয়। নিজেদের গ্রুপের শক্তির জানান দিতে দুই গ্রুপ শক্ত অবস্থান নেয়। নেতাকর্মীদের স্লোগানে উত্তপ্ত হয়ে উঠে বিমানবন্দর এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূতের নেতৃত্বে এবং স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের সহায়তায় ড. হাছান মাহমুদকে নিরাপদে সরিয়ে নেয়া হয়।

হাছান মাহমুদের সফরকে ঘিরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মূল কমিটির বাইরে আরেকটি গ্রুপ প্রস্তুতি সভার আয়োজন করেছে। ২৬শে মে সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নাভান্না রেস্তোরাঁয় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ড. প্রদীপ রঞ্জন এবং পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক আব্দুল হাশিব মামুন। তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে সবাইকে বিমানবন্দরে উপস্থিত থাকার আহ্বান জানান।

তবে বৈঠকে অনুপস্থিত ছিলেন সভাপতি সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ।যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান হিউম্যান ল্যান্ডকে বলেন, দলটির নেতাকর্মীরা বেশি। সবাই গিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে। তাই একটু ভিড় ছিল, হৈচৈ ছিল। বৃহস্পতিবার স্টেট আওয়ামী লীগের সংবর্ধনায় কোনো ধরনের গ্রুপিং হবে না বলে আশা প্রকাশ করেন তিনি।

শেয়ারনিউজ, ৩১ মে ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে