ঢাকা, শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫
Sharenews24

প্রশাসনে নারী সচিব ১১ জন, ডিসি ৭ জন, ইউএনও ১৫১ জন

২০২৪ মে ২৯ ০৯:২৭:১৩
প্রশাসনে নারী সচিব ১১ জন, ডিসি ৭ জন, ইউএনও ১৫১ জন

নিজস্ব প্রতিবেদক : জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, বর্তমানে প্রশাসনে সহকারী কমিশনার (ভূমি) থেকে সচিব পর্যন্ত যারা দায়িত্ব পালন করছেন তাদের মধ্যে নারী সচিব ১১ জন, জেলা প্রশাসক (ডিসি) ৭ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আছেন ১৫১ জন।

মঙ্গলবার (২৮ মে) সচিবালয়ের গণমাধ্যমকেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক সংলাপ অনুষ্ঠানে এসব তথ্য জানান তিনি।

ফরহাদ হোসেন বলেন, বর্তমানে ৮৪ জন সচিবের মধ্যে নারী আছেন ১১ জন। অতিরিক্ত সচিব পদে ৭৫ জন, যুগ্ম সচিব পদে ১৬৪, উপসচিব পদে ৩৯৪ ও সিনিয়র সহকারী সচিব পদে ৬৫৮ জন নারী আছেন।

এ ছাড়া বিভাগীয় কমিশনার পদে ১ জন, ডিসি পদে ৭ ও ইউএনও পদে ১৫১ জন এবং সহকারী কমিশনার (ভূমি) পদে ৮৮ জন নারী কর্মরত আছেন বলেও জানান তিনি।

জনপ্রশাসনমন্ত্রী বলেন, বিভিন্ন বিসিএসে গড়ে ২৬ থেকে ২৭ শতাংশ নারী নিয়োগের সুপারিশ পাচ্ছেন। তবে কোনো কোনো বিশেষ বিসিএসে নারীর এই হার আরও বেশি।

নারীদের ১০ শতাংশ কোটা বাতিলের পরও তাঁরা আগের মতো নিয়োগ পাচ্ছেন, যোগ করেন তিনি।

এ ছাড়া সরকারি চাকরিতে ২৯ শতাংশ নারী আছেন বলে জানান মন্ত্রী।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএসআরএফের সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব ও সাধারণ সম্পাদক মাসউদুল হক।

শেয়ারনিউজ, ২৯ মে ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে