ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

কোয়েলের চুলে অরিজিতের মুখ পোঁতার দৃশ্য ভাইরাল

২০২৪ মে ২৮ ১৩:২৭:০৮
কোয়েলের চুলে অরিজিতের মুখ পোঁতার দৃশ্য ভাইরাল

নিজস্ব প্রতিবেদক : সঙ্গীত জগতের বাইরে অরিজিৎ সিংয়ের নম্র-ভদ্র আচরণ ও দৃষ্টিভঙ্গি দেখে ভক্তরা খুব মুগ্ধ। তার সাদা-সরল জীবনের জন্যও তিনি প্রশংসিত। স্ত্রী কোয়েলের সঙ্গে অরিজিতের বিশেষ মুহূর্তও দেখা যাচ্ছে নেটে।

সম্প্রতি অরিজিৎ ও স্ত্রী কোয়েলের একটি ছবি ভাইরাল হয়েছে নেটে। তাদের একে অপরের প্রেমে পড়ার ছবি সবার মন কেড়েছে।

রোববার (২৬ মে) নেটিজেনদের নজরে আসে অরিজিৎ-কোয়েলের দম্পতির ছবি। ছবিতে কোয়েলকে একটি কালো জ্যাকেট পরা অবস্থায় দেখা যায়। আর অরিজিতের পরনে রয়েছে ধূসর রঙের টি-শার্ট।

কোয়েলের চুলে মুখ পুঁতে দিলেন। দু'জনের মুখেই এক সুন্দর হাসি দিয়ে আবেগে চোখ বন্ধ করল। ছবিটি মূলত ইনস্টাগ্রামে কোয়েলের একটি ফ্যান পেজ শেয়ার করেছে। শেয়ার করা ছবির কমেন্ট সেকশনও নেটিজেনদের কাছ থেকে বেশ আবেগঘন প্রতিক্রিয়া পেয়েছে।

প্রসঙ্গত, মুম্বাইতে নিজের ফ্ল্যাট থাকলেও অরিজিৎ বেশিরভাগ সময় জিয়াগঞ্জেই থাকেন। অরিজিতের ছোটবেলার বন্ধু এখন তার জীবনসঙ্গী। ছোটবেলায় একই স্কুলে পড়তেন অরিজিৎ ও কোয়েল। সেই থেকে বন্ধুত্ব হলো ভালোবাসা।

‘ফেম গুরুকুল’-এর মঞ্চে অরিজিৎ কোয়েলের প্রতি তাঁর ভালবাসার কথাও বলেছিলেন। যদিও কোয়েল ও অরিজিৎ দুজনেই প্রথমে অন্য কাউকে বিয়ে করেছিলেন। কিন্তু তা সফল হয়নি। তারপর ভাঙা সম্পর্ক থেকে বেরিয়ে এসে একে অপরের হাত ধরেন। এখন দিব্যি সুখে-শান্তিতে আছেন।

শেয়ারনিউজ, ২৮ মে ২০২৪

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে