ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
Sharenews24

সাগরে নিম্নচাপ: গ্যাস সরবরাহে বিঘ্নের শঙ্কা

২০২৪ মে ২৫ ০৯:৫৮:৫৩
সাগরে নিম্নচাপ: গ্যাস সরবরাহে বিঘ্নের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহ হ্রাস পাওয়ায় দেশের বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহে স্বল্পচাপ বিরাজ করতে পারে।

শুক্রবার (২৪ মে) রাতে এক বার্তায় এ কথা জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

বার্তায় প্রাহকদের সাময়িক অসুবিধার জন্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আন্তরিক দুঃখিত বলেও বার্তায় জানানো হয়েছে।

আবহাওয়াবিদরা মনে করছেন, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি শনিবার ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে।

গভীর নিম্নচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে সম্ভাব্য ঘূর্ণিঝড়টি প্রবল ঘূর্ণিঝড়ের আকারে রোববার সন্ধ্যা থেকে রাতের মধ্যে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে।

শেয়ারনিউজ, ২৫ মে ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে