ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

প্রধানমন্ত্রীর ফ্রান্স সফরে উড়োজাহাজ কেনার চুক্তির আশা ফ্রান্স রাষ্ট্রদূতের

২০২৪ মে ২২ ২৩:২৯:০৩
প্রধানমন্ত্রীর ফ্রান্স সফরে উড়োজাহাজ কেনার চুক্তির আশা ফ্রান্স রাষ্ট্রদূতের

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই আশা প্রকাশ করে বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্যারিস সফরে বাংলাদেশ বিমানের জন্য উড়োজাহাজ কেনার চুক্তি চূড়ান্ত হবে।’

আজ বুধবার (২২ মে) ঢাকায় নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এয়ারবাস মূলত দুটি ভিন্ন প্রস্তাব নিয়ে কাজ করছে। একটি হচ্ছে, রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশের সঙ্গে উড়োজাহাজের এবং অন্যটি হচ্ছে স্যাটেলাইট সিস্টেমস, যা বাংলাদেশ পৃথিবী পর্যবেক্ষণের উদ্দেশ্যে নিতে চায়। সুতরাং দুটি আলোচনা খুব ভালো চলছে এবং এগিয়ে যাচ্ছে। আমরা আশা করি, খুব শিগগির এসব বিষয়ে (চুক্তি) সই এবং চূড়ান্ত করা হবে।’

এর আগে গত সেপ্টেম্বরে ঢাকা সফরে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ‘বাংলাদেশ ফ্রান্সের কোম্পানি এয়ারবাস থেকে ১০টি বড় উড়োজাহাজ ‘কেনার প্রতিশ্রম্নতি’ দিয়েছে।’

প্রধানমন্ত্রীর পরবর্তী প্যারিস সফরেই এই দুই চুক্তি বা চূড়ান্ত করা হবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমরা সে রকমই আশা করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্যারিস সফরের তারিখ নির্ধারণ না হলেও সেটি নিয়ে কাজ চলছে।’

রাষ্ট্রদূত বলেন, ‘গোপনীয়তার কারণে প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে বিস্তারিত আমি বলতে চাই না। তবে, আপনাকে বলতে পারি, শিল্পপতিদের পাশাপাশি সামরিক প্রধানরা নিয়মিতভাবে বাংলাদেশে আসছেন। নৌ, সেনা, বিমান বাহিনী সবক্ষেত্রে আলোচনা এবং অভিন্ন স্বার্থ রয়েছে। এক্ষেত্রে নিয়মিত আলোচনা থাকলেও গোপনীয়তার কারণে আমি বিস্তারিততে যেতে পারব না।’

শেয়ারনিউজ, ২২ মে ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে