ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

একসঙ্গে চাকরি ছাড়লেন ৪ জন এএসপি!

২০২৪ মে ২২ ১৩:৩০:১৬
একসঙ্গে চাকরি ছাড়লেন ৪ জন এএসপি!

নিজস্ব প্রতিবেদক : বিসিএস চাকুরি সবার শীর্ষ নজরে। তারপর পুলিশে চাকুরিতো বলা যায় অন্যতম সেরা। তারপর পুলিশ ক্যাডারের ৪০তম ব্যাচের চারজন সহকারী পুলিশ সুপার (এএসপি) চাকরি ছেড়েছেন।

এই চার পুলিশ কর্মকর্তা শিক্ষানবিশ হিসেবে রাজশাহীতে প্রশিক্ষণরত ছিলেন।

গত ১৬ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনটি মঙ্গলবার (২১ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

তবে প্রজ্ঞাপনে এই চার কর্মকর্তার চাকরি ছাড়ার কোনো কারণ জানানো হয়নি।

ওই চার এএসপি হলেন— মো. মেহেদী হাছান পাটোয়ারী, মো. ঝন্টু আলী, তাসওয়ার তানজামুল হক ও আমিনুল ইসলাম।

প্রজ্ঞাপনে তাদেরকে গত ২৭ এপ্রিল থেকে অব্যাহতি দেওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৪০ তম বিসিএস (পুলিশ) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত চার শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের আবেদনের প্রেক্ষিতে তাদের নামের পার্শ্বে বর্ণিত তারিখ থেকে (২৭ এপ্রিল) চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হলো।

শেয়ারনিউজ, ২২ মে ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে