ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

এক নারীর কাছে ধরাশায়ী ৫ আওয়ামী লীগ নেতা

২০২৪ মে ২২ ১৩:০৫:৫১
এক নারীর কাছে ধরাশায়ী ৫ আওয়ামী লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে দেশের ১৫৬টি উপজেলায় মঙ্গলবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় চেয়ারম্যান পদে সাবেক স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা নির্বাচিত হয়েছেন। তিনি স্থানীয় আওয়ামী লীগের পাঁচ নেতাকে পরাজিত করে বেসরকারিভাবে জয়ী হন। ঘোড়া প্রতীকে সামজিউন নাহার পেয়েছেন ৩৮ হাজার ৩০৯ ভোট।

পাঁচবিবি উপজেলায় সাবেকুন নাহারের নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভিপতি আবু বকর সিদ্দিক আনারস প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৬৪৭ ভোট। অপর তিন প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল শহীদ মুন্না মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৭০০ ভোট।

এছাড়া, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জাহিদুল আলম বেনু কৈ মাছ প্রতীকে পেয়েছেন ৯ হাজার ১৭০ ভোট, বর্তমান ভাইস চেয়ারম্যান ও কুসুম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সোহরাব হোসেন মণ্ডল দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৬ ভোট এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন চৌধুরী টেলিফোন প্রতীকে পেয়েছেন ১ হাজার ৫৭৬ ভোট।

পাঁচবিবি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এদের মধ্যে পাঁচজন আওয়ামী লীগের। একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেকুন নাহার শিখা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের পাঁচজন প্রার্থীই ছিলেন একে অপরের কট্টর প্রতিদ্বন্দ্বী।

উল্লেখ্য, পঞ্চবিবি উপজেলা নির্বাচনে মোট ভোটার ছিল ২ লাখ ৪ হাজার ৬৪৬ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ২ হাজার ৬১৮ জন, পুরুষ ভোটার ১ লাখ ২ হাজার ২৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন। নির্বাচনে এই উপজেলায় ৩৯.৪৭ শতাংশ ভোট পড়েছে।

শেয়ারনিউজ, ২২ মে ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে