ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

পরিবারকে সারপ্রাইজ দিতেই ‘নিরুদ্দেশ’ হন বুয়েটছাত্র তানভীর

২০২৪ মে ২২ ০৬:০৮:৩১
পরিবারকে সারপ্রাইজ দিতেই ‘নিরুদ্দেশ’ হন বুয়েটছাত্র তানভীর

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী মাহমুদুল হাসান ওরফে তানভীর (২৪) পাঁচ দিন ধরে নিখোঁজ।

পাঁচ দিন পর মঙ্গলবার রাতে বাসায় ফিরেছেন। গত ১৭ মে বিকেলে তিনি নিখোঁজ হন।

এই বিষয়ে রাজধানীর দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল বাশার বলেন, নিখোঁজ শিক্ষার্থীর পরিবার জানিয়েছে তাদের ছেলে ফিরে এসেছে। চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিল সে। বিষয়টি পরিবার জানত না।

ফিরে এসে সারপ্রাইজ দেওয়ার জন্য মোবাইল বন্ধ রেখেছিল। তবে ফিরে আসা শিক্ষার্থীর পরিবারের দেওয়া তথ্য সন্দেহজনক বলে মনে করছে পুলিশ।

এতদিন তিনি কোথায় ছিলেন, সে বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তাকে তাদের আজমপুরের বাসায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি আমিনুল।

নিখোঁজের ঘটনায় ওই শিক্ষার্থীর মা শারমিন সুলতানা ১৯ মে দক্ষিণখান থানায় একটি জিডি করেছিলেন।

শেয়ারনিউজ, ২১ মে ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে