ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

রাজধানীতে বুয়েট শিক্ষার্থী নিখোঁজ

২০২৪ মে ২১ ১৪:০৬:১৬
রাজধানীতে বুয়েট শিক্ষার্থী নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকায় মাহমুদুল হাসান তানভীর (২৪) নামে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় রোববার (১৯ মে) দক্ষিণখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শিক্ষার্থীর মা শারমিন সুলতানা।

সোমবার দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল বাশার জানান, এখনো তারা ওই শিক্ষার্থীর কোনো খোঁজ পাননি। তবে তারা দেশের বিভিন্ন থানায় ওই শিক্ষার্থীর সন্ধান চেয়ে বেতার বার্তা পাঠিয়েছেন।

শারমিন সুলতানা জিডিতে উল্লেখ করেছেন, মাহমুদুল বুয়েটের শহীদ স্মৃতি হলে থাকে। মাঝে মাঝে দক্ষিণখান পূর্ব আজমপুরে তাদের বাসায় বেড়াতে আসে। গত ১৪ মে বাসায় আসে এবং ১৭ মে বিকালে হলের উদ্দেশে বাসা থেকে বের হয়।

এরপর থেকে তিনি তার ছেলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তা পারেননি এবং তার ব্যবহৃত মোবাইলফোনটিও বন্ধ পান।

শেয়ারনিউজ, ২১ মে ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে