ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

দুই বিসিএসে সবচেয়ে কম চাকরি সিলেটে, বেশি ঢাকায়

২০২৪ মে ১৮ ০৯:৪৮:৪১
দুই বিসিএসে সবচেয়ে কম চাকরি সিলেটে, বেশি ঢাকায়

নিজস্ব প্রতিবেদক : সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সর্বশেষ বার্ষিক প্রতিবেদন থেকে জানা গেছে, ৪১তম ও ৪৩তম বিসিএসে চাকরি পাওয়ার ক্ষেত্রে পিছিয়ে রয়েছে সিলেট বিভাগ। আর সবচেয়ে এগিয়ে আছে ঢাকা বিভাগ। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম ও রাজশাহী বিভাগ।

পিএসসি জানিয়েছেন, ৪১তম বিসিএসে ঢাকা বিভাগ থেকে চাকরি পেয়েছেন প্রায় ২১ শতাংশ প্রার্থী। আর সবচেয়ে কম সিলেটে সাড়ে তিন শতাংশের সামান্য বেশি।

এ ছাড়া চট্টগ্রামের প্রার্থীদের চাকরি হয়েছে প্রায় সাড়ে ১৮ শতাংশ। পাশাপাশি রাজশাহী ও খুলনা বিভাগ থেকে ১৫ শতাংশ, রংপুর ১৩ শতাংশ, ময়মনসিংহ সাড়ে ৯ শতাংশ এবং বরিশালে ৫ দশমিক ১৭ শতাংশ।

একইভাবে ৪৩তম বিসিএসে ঢাকা বিভাগ থেকে ২২ শতাংশ, চট্টগ্রাম ১৭ শতাংশ, রাজশাহী ১৫ শতাংশ, খুলনা ১৩ শতাংশ, রংপুর ১৩ দশমিক ৫৫ শতাংশ, ময়মনসিংহ ১০ শতাংশ, বরিশালে প্রায় ৭ শতাংশ এবং সিলেটে ২ দশমিক ৩১ শতাংশ।

দুই বিসিএসের মধ্যে ৪৩তমতে সিলেটে চাকরি আরো কমেছে। ঢাকায় বাড়লেও কমেছে চট্টগ্রামে। তবে বরিশাল, ময়মনসিংহ ও রংপুরে কিছুটা বেড়েছে।

৪৩তম বিসিএসে ২ হাজার ১৬৩ জনকে ক্যাডার পদে ও ৬৪২ জন নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

শেয়ারনিউজ, ১৮ মে ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে