ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

রিকশাচালকের দুই পা ভেঙে দিল পুলিশ

২০২৪ মে ১৭ ১৯:০৪:২৩
রিকশাচালকের দুই পা ভেঙে দিল পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা জেলা উত্তর ট্রাফিক বিভাগের পুলিশ সদস্য সোহেল রানার বিরুদ্ধে লোহার পাইপ দিয়ে পিটিয়ে এক অটোরিকশা চালকের দুই পা ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যের বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রিকশাচালকরা।

জানা যায়, আহত রিকশাচালক মো ফজলু (৪৫) দিনাজপুর জেলার হাকিমপুর থানার বনসাপুর এলাকার আবুল হোসেনের ছেলে। শুক্রবার (১৭ মে) পুলিশ সদস্য সোহেল রানা পাকিজা এলাকায় দায়িত্বরত থাকা অবস্থায় তাকে মারধর করেন।

ভুক্তভোগী বলেন, আমি ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লেন দিয়ে যাওয়ার সময় পাকিজার সামনে থেকে একটি মোটরসাইকেলে ট্রাফিক পুলিশ সদস্য সোহেলসহ দুইজন আমাকে ধাওয়া করেন। একপর্যায়ে তারা গেন্ডা বাস স্ট্যান্ডের কাছে রিকশা থামাতে বললে আমি সাইড করে থামাতে চাই।

এ সময় সোহেল রানা মোটরসাইকেল থেকে নেমেই একটি লোহার পাইপ দিয়ে প্রথমে আমার বাম পায়ে আঘাত করেন। আমি হাত দিয়ে ঠেকাতে চাইলে তিনি লোহার রড দিয়ে পিটিয়ে ডান পা ভেঙে দেন। এরপর আমি রাস্তায় পড়ে যাই, আর উঠে দাঁড়াতে পারি নাই।

রিকশাচালক বলেন, আমাকে পেটান দেখে স্থানীয়রা এসে ওই পুলিশ সদস্যকে ঘিরে ধরে। এসময় তিনি ভুল স্বীকার করে আমাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করানোর কথা বললে একটি রিকশায় তুলে দেন।

সেখানকার আরও রিকশাচালকরা অভিযোগ করেন, প্রতি সপ্তাহে সোহেল রানা ও মোস্তফা রিকশা আটকে দুই হাজার করে টাকা নেয়। তাদের কথামতো যারা টাকা না দেয় শুধুমাত্র রাস্তায় তাদের রিকশা আটক করা হয়।

তাই শত শত অটোরিকশা তাদের সামনে দিয়ে চলাচল করলেও তারা বেছে বেছে যারা টাকা দেয় না তাদের রিকশা ধরে জরিমানা এবং ডাম্পিং করেন।

শেয়ারনিউজ, ১৭ মে ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে