ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

দুধ দিয়ে গোসল করানো হলো নাবিক সাব্বিরকে

২০২৪ মে ১৬ ২২:১০:৫২
দুধ দিয়ে গোসল করানো হলো নাবিক সাব্বিরকে

নিজস্ব প্রতিবেদক : সোমালি জলদস্যুদের হাতে জিম্মি টাঙ্গাইলের নাবিক সাব্বিরের বাড়িতে আজ ঈদের আনন্দ। মুক্তির পর থেকেই সাব্বিরের বৃদ্ধ বাবা-মা, ভাইবোন ও বন্ধুরা তাকে পাওয়ার অপেক্ষায় ছিলেন। সাব্বিরকে দুধ দিয়ে গোসল করিয়ে বাড়িতে নিয়ে যায় নাবিক।

সোমালি জলদস্যুদের হাতে জিম্মি থাকার ৬৫ দিন পর আজ বৃহস্পতিবার ( ১৬ মে ) সকালে সাব্বির টাঙ্গাইল শহরে তার বোনের বাড়িতে ওঠেন।

এই বিষয়ে সাব্বির বলেন, ‘আমাদের জলদস্যুদের জিম্মায় নেওয়ার পর থেকে আমরা তাদের কাছে বন্দি হয়ে বসবাস করছি। তবে জাহাজে আমরা সবকিছু ঠিকঠাক করেছি, রোজা রেখেছি এবং ইবাদত-বন্দেগি করেছি।

মুক্তি পেয়ে সেই ঈদের আনন্দ আল্লাহ দিয়েছেন বলে জানান সাব্বির। আমাদের ফিরিয়ে আনতে সিও স্যার সহ যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ।

এদিকে ঈদ উৎসবে মেতেছে সাব্বিরের পরিবার। সাব্বির ফিরে আসার খবর ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও প্রতিবেশীরা তাকে এক নজর দেখার জন্য বাড়িতে ভিড় জমায়।

সাব্বিরের বোন মিতু আক্তার বলেন, এখন আমার ভাই ফিরে এসেছে, আমরা খুব খুশি।

২৩ জন নাবিক নিয়ে এমভি আবদুল্লাহ জাহাজটি গত ১৪ এপ্রিল ভোরে জলদস্যুদের কবল থেকে মুক্ত করা হয়। এরপর জাহাজটি দুবাইয়ের আল হামরিয়া বন্দরে পৌঁছায়।

সেখান থেকে মিনা সাকার নামে আরেকটি বন্দরে চুনাপাথর লোড করে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে ছেড়ে যায়। ৬৫ দিন পর নাবিকরা বাংলাদেশে স্বজনদের কাছে ফিরে আসে।

প্রসঙ্গত, বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর ২৩ জন নাবিককে ভারত মহাসাগর থেকে জিম্মি করে সোমালি জলদস্যুরা। এদের মধ্যে টাঙ্গাইলের নাগরপুর উপজালের সহাবতপুর উনয়নের ডাঙ্গা ধলাপাড়া গ্রামের হারুন অর রশিদের ছেলে সাব্বির।

টাঙ্গাইলের কাগমারী এম এম আলী কলেজ থেকে ২০১৬ সালে এইচএসসি পাস করার পর ভর্তি হন চট্টগ্রাম মেরিন একাডেমিতে। সেখান থেকে মেধায় উত্তীর্ণ হয়ে ২০২২ সালের জুন মাসে এমভি আবদুল্লাহ নামে পণ্যবাহী জাহাজে মার্চেন্ট অফিসার হিসেবে চাকরি নেন।

শেয়ারনিউজ, ১৬ মে ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে