ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

ঝালমুড়ি ও ফুচকা খেলেন ডোনাল্ড লু

২০২৪ মে ১৪ ২৩:৩৩:২৯
ঝালমুড়ি ও ফুচকা খেলেন ডোনাল্ড লু

নিজস্ব প্রতিবেদক : দুই দিনের সফরে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। সফরের প্রথম দিনটি বেশ ব্যস্ততায় কাটিয়েছেন তিনি। তবে বাংলাদেশের জনপ্রিয় খাবার ফুচকা ও ঝালমুড়ির স্বাদও নিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৪ মে) ঢাকায় মার্কিন দূতাবাসের ফেসবুক ও এক্স হ্যান্ডেলে শেয়ার করা একটি ভিডিও ক্লিপে ডোনাল্ড লু এবং ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে ফুচকা ও ঝালমুড়ি খেতে দেখা যাচ্ছে।

সেলিব্রিটি শেফ রহিমা সুলতানার তৈরি ফুচকা ও ঝালমুড়ি খেয়েছেন তারা। দুজনেই বললেন, ‘বাংলাদেশের ফুচকা সেরা’!

এর আগে সকালে ঢাকায় আসেন ডোনাল্ড লু। সকালে ঢাকায় এসে মার্কিন দূতাবাসে যান। সেখানে তিনি বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অবস্থাসহ বিভিন্ন বিষয়ে নিজ দেশের কূটনীতিকদের মূল্যায়ন শোনেন।

বিকেলে তিনি সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। সন্ধ্যায় লু প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে বৈঠক করেন। তারপর ডিনারে যোগ দেন।

শেয়ারনিউজ, ১৪ মে ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে