ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

মৃত্যুদণ্ড চূড়ান্ত করার আগে কনডেম সেল নয়: হাইকোর্ট

২০২৪ মে ১৩ ১৫:৩৮:৫০
মৃত্যুদণ্ড চূড়ান্ত করার আগে কনডেম সেল নয়: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক : মৃত্যুদণ্ড চূড়ান্ত হওয়ার আগে কাউকে মৃত্যুর সেলে (কনডেম সেল) রাখা যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১৩ মে) বিকেলে এই রায় দেওয়া হয়। আদালত বলেছেন, বিশেষ রোগে আক্রান্ত আসামি ছাড়া কনডেম সেলে থাকা সব আসামিকে দুই বছরের মধ্যে সাধারণ সেলে স্থানান্তর করতে হবে।

রায়ে বলা হয়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সংখ্যাসহ এ সংক্রান্ত যাবতীয় তথ্য সংরক্ষণের দায়িত্ব কারা অধিদপ্তরের।

সকল তথ্য ওয়েবসাইটে উন্মুক্ত রাখতে হবে, পাশাপাশি বিগত ৫৩ বছরে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা কারা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।

রায়ে আরো উল্লেখ করা হয়, মৃত্যদণ্ড পাওয়া আসামিকে সন্তান জন্মদানের অধিকার নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ করতে বলার পাশাপাশি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা আপিল শুনানি চলমান অবস্থায় জামিনের আবেদন করতে পারবেন।

উল্লেখ্য, ২০২২ সাল পর্যন্ত সারাদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দীর সংখ্যা ২ হাজার ১৬২ জন।

শেয়ারনিউজ, ১৩ মে ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে